ভিয়েনা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ ভিয়েনায় মার্সিডিজ গাড়ি পুড়ে ছাই ওয়াশিংটনে যুদ্ধ বন্ধে জেলেনস্কিকে চুক্তি করতে বললেন ট্রাম্প অনশন কর্মসূচি : ঢাকার উদ্দেশে লালমোহনের ৫ শতাধিক শিক্ষক

গণঅভ্যুত্থান দিবসে টাঙ্গাইলে জামায়াতের সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নতুন জেলা গেটে গিয়ে শেষ হয়।

গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ। তিনি বলেন, “আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। এখন থেকে আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা ইনশাআল্লাহ একটি ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “আমরা আল-কুরআনকে জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই—যাতে সব মানুষ তাদের প্রকৃত অধিকার ফিরে পায়। নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে আমরা এসেছি। বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ হতে চাই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মুন্তাজ আলী, ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য দলীয় পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণঅভ্যুত্থান দিবসে টাঙ্গাইলে জামায়াতের সমাবেশ

আপডেটের সময় ০৪:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নতুন জেলা গেটে গিয়ে শেষ হয়।

গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ। তিনি বলেন, “আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। এখন থেকে আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা ইনশাআল্লাহ একটি ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “আমরা আল-কুরআনকে জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই—যাতে সব মানুষ তাদের প্রকৃত অধিকার ফিরে পায়। নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে আমরা এসেছি। বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ হতে চাই।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মুন্তাজ আলী, ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য দলীয় পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস