শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরে গ্রেপ্তার হওয়া বিএনপির তিন নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জুবায়ের হোসেনের ভাই মো. মনিরুজ্জামান, মাছুম আহম্মেদ, হাফেজ মোহাম্মদ আলী, শারমিন আক্তার, লিপি আক্তারসহ অন্যরা।
বক্তারা বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপির নেতাদের ফাঁসানো হয়েছে। গ্রেপ্তার তিন নেতা, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানী এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া এলাকায় সম্মানিত ব্যবসায়ী এবং ধনাঢ্য পরিবারের সন্তান। তাদের বিরুদ্ধে “কিলার গ্যাং” নামক সংগঠনের প্যাডে চাঁদা দাবির অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন।
বক্তারা বলেন, “এই ডিজিটাল যুগে কেউ চিঠি দিয়ে চাঁদাবাজি করবে, এমন বিশ্বাস পাগলেও করবে না।” তারা দাবি করেন, এই মামলার তদন্ত কর্মকর্তা মো. কাজী নজরুল ইসলাম আসামিদের অমানবিক নির্যাতনের মাধ্যমে নাম বলাতে বাধ্য করেন।
পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুবায়ের হোসেনের ভাই মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “এই মামলাটি সম্পূর্ণ কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ভুক্তভোগী পরিবার হিসেবে দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানাই এবং আমাদের স্বজনদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানাই।”
উল্লেখ্য, ‘কিলার গ্যাং’ নামক একটি সংগঠনের প্যাডে চিঠি দিয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতা ও আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে শহরের সন্তোষ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জেলা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস