ভিয়েনা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে এনসিপি’র পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৭ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ আজ মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। শহরের বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে পদযাত্রার প্রচারণা ছড়িয়ে পড়েছে।

এদিকে কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, “পদযাত্রা নির্বিঘ্ন করতে এপিবিএনের ৭০ জন সদস্যসহ ৯০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”
ভাসানীর মাজারে শ্রদ্ধা, কর্মীদের প্রস্তুতিপদযাত্রায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার রাতেই টাঙ্গাইলে পৌঁছান। তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সারোয়ার নিভা ও ডাক্তার তাজনুভা জাবিন।
বিপ্লবী টাঙ্গাইল আবার জাগবে: আজাদ খান ভাসানী উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, “জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রায় ২০-২৫ হাজার লোকের সমাগম হবে বলে আশা করছি।”

তিনি জানান, সকাল ১১টা জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।

আজাদ খান ভাসানী বলেন, “নিরালা মোড় শুধুই একটি মোড় নয়, এটি ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উত্তপ্ত স্মৃতিবাহী স্থান। আজকের পদযাত্রা সেই ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে এনসিপি’র পদযাত্রা, নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

আপডেটের সময় ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ আজ মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। শহরের বিভিন্ন সড়কে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে পদযাত্রার প্রচারণা ছড়িয়ে পড়েছে।

এদিকে কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, “পদযাত্রা নির্বিঘ্ন করতে এপিবিএনের ৭০ জন সদস্যসহ ৯০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”
ভাসানীর মাজারে শ্রদ্ধা, কর্মীদের প্রস্তুতিপদযাত্রায় অংশ নিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার রাতেই টাঙ্গাইলে পৌঁছান। তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে ভাসানী দরবার হলে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সারোয়ার নিভা ও ডাক্তার তাজনুভা জাবিন।
বিপ্লবী টাঙ্গাইল আবার জাগবে: আজাদ খান ভাসানী উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, “জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রায় ২০-২৫ হাজার লোকের সমাগম হবে বলে আশা করছি।”

তিনি জানান, সকাল ১১টা জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।

আজাদ খান ভাসানী বলেন, “নিরালা মোড় শুধুই একটি মোড় নয়, এটি ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উত্তপ্ত স্মৃতিবাহী স্থান। আজকের পদযাত্রা সেই ইতিহাসকে পুনরুজ্জীবিত করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস