বেলারুশ সীমান্তে অভিবাসীকে লক্ষ্য করে পোলিশ সেনার গুলিবর্ষণ

বেলারুশ সীমান্তে এক অভিবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পোল্যান্ড সেনাবাহিনীর এক সেনা

ইউরোপ ডেস্কঃ রবিবার (২৭ জুলাই) জার্মানি ভিত্তিক অভিবাসন বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,বেলারুশ সীমান্ত পেরিয়ে পোল্যান্ড ঢোকার চেষ্টারত ওই অভিবাসীকে বাধা দিতেই তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়া হয়৷ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড (ডিওআরএসজেড)৷

পোলিশ সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, বেলারুশ থেকে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছিলেন অভিবাসীরা৷ তাদের থামানোর চেষ্টার সময় এই ঘটনা ঘটে৷
পোলিশ সেনাবাহিনীর দ্বাদশ মেকানাইজড ডিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার দিন রাত ৮টা ৩৭ মিনিটের দিকে পূর্ব পোল্যান্ডের নারেউকা গ্রামের কাছে এই ঘটনা ঘটে৷

সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড: (ডিওআরএসজেড) সামাজিক যোগাযোগমাধ্য ‘এক্স’ প্ল্যাটফর্মে লিখেছে, ‘‘পোডলাসি টাস্ক ফোর্সের সেনারা সরাসরি বলপ্রয়োগমূলক ব্যবস্থা নিয়েছে, এর মধ্যে ছিল দাঙ্গা ঠেকানোর বন্দুক৷’’ ডিওআরএসজেড জানিয়েছে, অভিবাসীরা সেনাদের নির্দেশ মেনে চলেনি৷ এরপর তারা গুলি চালিয়েছে৷ সেনাসদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণ করতে এমন পদক্ষেপ নিয়েছে৷

পোলিশ সেনাবাহিনীর দ্বাদশ মেকানাইজড ডিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘আটক অভিবাসীরা বেআইনিভাবে একটি অনির্ধারিত অংশ দিয়ে জাতীয় সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন, যা একটি অপরাধ৷’’

ঘটনার সময় সীমান্তে পাঁচজন অভিবাসীকে আটক করা হয়৷ এদিকে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাজনোকা শহরের একটি জরুরি ইউনিটে অভিবাসীদের স্থানান্তর করা হয়েছে৷ তবে, অভিবাসীদের কারো জীবন ঝুঁকিতে নেই বলে জানা গেছে৷

পোলিশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক অভিবাসীদের পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে৷ ঘটনার দিন পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তারা বেলারুশের সঙ্গে থাকা সীমান্তের কমপক্ষে ১০০টি স্থানে সীমান্ত অতিক্রমের চেষ্টা ঠেকিয়েছেন৷

পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র কাথারিনা ডানোভিচ বলেছেন, ২০ জন অভিবাসীর একটি দল সীমান্ত লঙ্ঘন করেছিল৷ কিছুক্ষণের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল৷ পোলিশ সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ৫০ থেকে ২০০ জন অভিবাসী অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দিয়ে বেলারুশ থেকে পোল্যান্ড ঢোকার চেষ্টা করেন৷

পোলিশ-বেলারুশ সীমান্তে আশ্রয় স্থগিত: প্রতিবেশী দেশ বেলারুশ থেকে সীমান্ত পেরিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের আশ্রয় চাওয়ার অধিকার সাময়িকভাবে স্থগিত করেছে পোল্যান্ড৷ যদিও পোলিশ সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আসছে মানবাধিকার সংস্থাগুলো ৷

উল্লেখ্য যে,২০২১ সাল থেকে প্রতিবেশী বেলারুশ সীমান্ত দিয়ে অনথিভুক্ত অভিবাসীরা পোল্যান্ডে ঢোকার চেষ্টা শুরু করেন৷ অনিয়মিত অভিবাসীদের
এই প্রবাহের জন্য রাশিয়া ও বেলারুশকে দায়ী করে পোল্যান্ডের তৎকালীন সরকার ৷ পোলিশ সরকারের দাবি, এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাশিয়া ও বেলারুশ৷ এটিকে ‘হাইব্রিড আক্রমণ’ বলে উল্লেখ করেছে পোল্যান্ড৷ তবে পোলিশ সরকারের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে মিনস্ক ও মস্কো৷ পোলিশ সরকার বলছে, বেলারুশ এবং রাশিয়া অভিবাসীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে৷ তাই আশ্রয় অধিকার স্থগিত করা গুরুত্বপূর্ণ ৷

গত বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের নেতারা অভিবাসনের চ্যালেঞ্জ নিয়ে পোল্যান্ডের সঙ্গে একাত্মতা জানিয়েছেন৷ তারা বলেছেন, রাশিয়া এবং তার মিত্র বেলারুশকে ইউরোপীয় মূল্যবোধের উপর আঘাত করার সুযোগ দেয়া যাবে না ৷

অন্যদিকে জার্মানি ও লিথুয়ানিয়া সীমান্তে তল্লাশি অব্যাহত রয়েছে।জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা ৷

পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ বলেছেন, ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত জার্মান-পোলিশ সীমান্তে ৬৭ হাজার মানুষ এবং ২৮ হাজার পাঁচশটিরও বেশি গাড়ি তল্লাশি করা হয়েছে৷ দেশটির মধ্য বামধারার সরকার রাজনৈতিক চাপের মুখে গত ৭ জুলাই থেকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিবেশী জার্মানি এবং লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করে ৷

পোল্যান্ডের এই পদক্ষেপকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া জার্মানির সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া হিসাবেও দেখা হচ্ছে৷ পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ আরো জানিয়েছেন, প্রথম সপ্তাহে লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে অন্তত ৪০ হাজার মানুষ এবং ১৯ হাজার পাঁচশটি গাড়ি তল্লাশি করা হয়েছে ৷

পোলিশ টিভি টিভিপি ওয়ার্ল্ড-কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস সিমোনাক জানিয়েছেন, এই সীমান্ত নিয়ন্ত্রণ প্রাথমিকভাবে ৫ আগস্ট পর্যন্ত জারি রাখার কথা থাকলেও তার মেয়াদ বাড়ানো হবে ৷ তবে কতদিন পর্যন্ত মেয়াদ বাড়ানো হবে, তা নিয়ে কোনো তথ্য দেননি তিনি ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »