বেলারুশ সীমান্তে এক অভিবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পোল্যান্ড সেনাবাহিনীর এক সেনা
ইউরোপ ডেস্কঃ রবিবার (২৭ জুলাই) জার্মানি ভিত্তিক অভিবাসন বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়,বেলারুশ সীমান্ত পেরিয়ে পোল্যান্ড ঢোকার চেষ্টারত ওই অভিবাসীকে বাধা দিতেই তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়া হয়৷ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড (ডিওআরএসজেড)৷
পোলিশ সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, বেলারুশ থেকে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছিলেন অভিবাসীরা৷ তাদের থামানোর চেষ্টার সময় এই ঘটনা ঘটে৷
পোলিশ সেনাবাহিনীর দ্বাদশ মেকানাইজড ডিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার দিন রাত ৮টা ৩৭ মিনিটের দিকে পূর্ব পোল্যান্ডের নারেউকা গ্রামের কাছে এই ঘটনা ঘটে৷
সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড: (ডিওআরএসজেড) সামাজিক যোগাযোগমাধ্য ‘এক্স’ প্ল্যাটফর্মে লিখেছে, ‘‘পোডলাসি টাস্ক ফোর্সের সেনারা সরাসরি বলপ্রয়োগমূলক ব্যবস্থা নিয়েছে, এর মধ্যে ছিল দাঙ্গা ঠেকানোর বন্দুক৷’’ ডিওআরএসজেড জানিয়েছে, অভিবাসীরা সেনাদের নির্দেশ মেনে চলেনি৷ এরপর তারা গুলি চালিয়েছে৷ সেনাসদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণ করতে এমন পদক্ষেপ নিয়েছে৷
পোলিশ সেনাবাহিনীর দ্বাদশ মেকানাইজড ডিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘আটক অভিবাসীরা বেআইনিভাবে একটি অনির্ধারিত অংশ দিয়ে জাতীয় সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন, যা একটি অপরাধ৷’’
ঘটনার সময় সীমান্তে পাঁচজন অভিবাসীকে আটক করা হয়৷ এদিকে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাজনোকা শহরের একটি জরুরি ইউনিটে অভিবাসীদের স্থানান্তর করা হয়েছে৷ তবে, অভিবাসীদের কারো জীবন ঝুঁকিতে নেই বলে জানা গেছে৷
পোলিশ সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক অভিবাসীদের পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে৷ ঘটনার দিন পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তারা বেলারুশের সঙ্গে থাকা সীমান্তের কমপক্ষে ১০০টি স্থানে সীমান্ত অতিক্রমের চেষ্টা ঠেকিয়েছেন৷
পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র কাথারিনা ডানোভিচ বলেছেন, ২০ জন অভিবাসীর একটি দল সীমান্ত লঙ্ঘন করেছিল৷ কিছুক্ষণের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল৷ পোলিশ সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ৫০ থেকে ২০০ জন অভিবাসী অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দিয়ে বেলারুশ থেকে পোল্যান্ড ঢোকার চেষ্টা করেন৷
পোলিশ-বেলারুশ সীমান্তে আশ্রয় স্থগিত: প্রতিবেশী দেশ বেলারুশ থেকে সীমান্ত পেরিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের আশ্রয় চাওয়ার অধিকার সাময়িকভাবে স্থগিত করেছে পোল্যান্ড৷ যদিও পোলিশ সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আসছে মানবাধিকার সংস্থাগুলো ৷
উল্লেখ্য যে,২০২১ সাল থেকে প্রতিবেশী বেলারুশ সীমান্ত দিয়ে অনথিভুক্ত অভিবাসীরা পোল্যান্ডে ঢোকার চেষ্টা শুরু করেন৷ অনিয়মিত অভিবাসীদের
এই প্রবাহের জন্য রাশিয়া ও বেলারুশকে দায়ী করে পোল্যান্ডের তৎকালীন সরকার ৷ পোলিশ সরকারের দাবি, এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাশিয়া ও বেলারুশ৷ এটিকে ‘হাইব্রিড আক্রমণ’ বলে উল্লেখ করেছে পোল্যান্ড৷ তবে পোলিশ সরকারের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে মিনস্ক ও মস্কো৷ পোলিশ সরকার বলছে, বেলারুশ এবং রাশিয়া অভিবাসীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে৷ তাই আশ্রয় অধিকার স্থগিত করা গুরুত্বপূর্ণ ৷
গত বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের নেতারা অভিবাসনের চ্যালেঞ্জ নিয়ে পোল্যান্ডের সঙ্গে একাত্মতা জানিয়েছেন৷ তারা বলেছেন, রাশিয়া এবং তার মিত্র বেলারুশকে ইউরোপীয় মূল্যবোধের উপর আঘাত করার সুযোগ দেয়া যাবে না ৷
অন্যদিকে জার্মানি ও লিথুয়ানিয়া সীমান্তে তল্লাশি অব্যাহত রয়েছে।জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা ৷
পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ বলেছেন, ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত জার্মান-পোলিশ সীমান্তে ৬৭ হাজার মানুষ এবং ২৮ হাজার পাঁচশটিরও বেশি গাড়ি তল্লাশি করা হয়েছে৷ দেশটির মধ্য বামধারার সরকার রাজনৈতিক চাপের মুখে গত ৭ জুলাই থেকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিবেশী জার্মানি এবং লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করে ৷
পোল্যান্ডের এই পদক্ষেপকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া জার্মানির সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া হিসাবেও দেখা হচ্ছে৷ পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ আরো জানিয়েছেন, প্রথম সপ্তাহে লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে অন্তত ৪০ হাজার মানুষ এবং ১৯ হাজার পাঁচশটি গাড়ি তল্লাশি করা হয়েছে ৷
পোলিশ টিভি টিভিপি ওয়ার্ল্ড-কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস সিমোনাক জানিয়েছেন, এই সীমান্ত নিয়ন্ত্রণ প্রাথমিকভাবে ৫ আগস্ট পর্যন্ত জারি রাখার কথা থাকলেও তার মেয়াদ বাড়ানো হবে ৷ তবে কতদিন পর্যন্ত মেয়াদ বাড়ানো হবে, তা নিয়ে কোনো তথ্য দেননি তিনি ৷
কবির আহমেদ/ইবিটাইমস