ফিলিস্তিনের বিধ্বস্ত গাজায় বিমান থেকে ২৫ টন খাদ্যপণ্য ফেলেছে আমিরাত ও জর্ডান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (২৬ জুলাই) থেকে আজ রবিবার পর্যন্ত ২৫টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা।

এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকেও এ তথ্য নিশ্চিত করেছেন জর্ডান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে গাজার খান ইউনিসে প্যারাস্যুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে। তবে সেগুলো আমিরাত আর জর্ডানের সহায়তা ছিল কি না সেটি নিশ্চিত নয়।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত তাদের হামলায় সেখানে প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

এই নৃশংস হত্যাকাণ্ডের পাশাপাশি গাজার মানুষকে অভুক্তও রাখছে ইসরায়েলের নেতানিয়াহুর সরকার। তারা গাজায় টানা কয়েক মাস কোনও খাদ্যপণ্য
ঢুকতে দেয়নি। এতে করে গাজার বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে অপুষ্টিতে ভুগে মানুষ মারা যেতে শুরু করেছেন। এখন পর্যন্ত অভুক্ত থেকে গাজায় অন্তত ১২০ জনের মৃত্যুবরণের কথা বলা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে প্রায় এক মাস ধরে আবারও হামাসের যুদ্ধবিরতির আলোচনা চলছিল। কিন্তু গত সপ্তাহে আলোচনা হঠাৎ স্থগিত হয়ে যায়। কাতারের রাজধানী দোহা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের আলোচকদের ফিরিয়ে নেয়।

যুদ্ধবিরতি না হওয়ায় ইসরায়েলের ওপর প্রচণ্ড আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। এরপর গাজায় তারা ত্রাণ প্রবেশের সুযোগ দেয়। তবে গাজার মানুষের জন্য আকাশ থেকে ফেলা এসব ত্রাণ পর্যাপ্ত নয় বলে সতর্কতা দিয়েছে দাতব্য সংস্থাগুলো। তারা সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার আহবান জানিয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »