ভিয়েনা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৪ দাবিতে ইতালির ভিসাপ্রত্যাশীদের অবস্থান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইতালির দূতাবাসে ২০২৩-২৪ সালের আটকে থাকা ওয়ার্ক ভিসার দ্রুত নিষ্পত্তিসহ চার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভিসাপ্রত্যাশী ভুক্তভোগীরা। বুধবার (২৩ জুলাই) সকালে গুলশানে অবস্থিত ইতালির দূতাবাসের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। শতাধিক ভিসাপ্রত্যাশী এতে অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও ২০২৩-২৪ সালের আবেদনকারীদের ভিসা দেওয়া হচ্ছে না এবং রিজেক্টও করা হচ্ছে না। ফ্যামিলি ভিসার আবেদনকারীদেরও ভিসা দেওয়া হচ্ছে না। আমাদের দাবি, আগামী এক মাসের মধ্যে আটকে থাকা ভিসার নিষ্পত্তি করতে হবে। আমাদের প্রায় ৩ হাজার পাসপোর্ট ভিএফএস এ আটকে আছে, সেগুলো ফেরত দেওয়া হচ্ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

ভুক্তভোগী রমজান আলী বলেন, ২০২৪ সালের মে মাস থেকে পাসপোর্টের স্ক্যান কপি জমা নিয়েছে, কিন্তু মূল পাসপোর্ট জমা দেওয়ার কোনো অ্যাপয়ন্টমেন্ট অজ্ঞাত কারণে দেওয়া হচ্ছে না। ভিসা এবং অ্যাপয়ন্টমেন্ট না দেওয়ায় আমরা চরম আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভিএফএস গ্লোবাল অফিস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব জায়গায় গিয়েছি কিন্তু কোনো সমাধান মেলেনি। দূতাবাস থেকে প্রতিবার শুধু আশ্বাস দেওয়া হয়, কিন্তু তেমন কোনো অগ্রগতি নেই।

এদিকে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের বারবার বোঝানোর চেষ্টা করা হলেও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন। এ অবস্থায় দূতাবাসের সামনে পুলিশের জলকামান আনা হয়েছে।
তাদের চার দাবি

১. ইতালির দূতাবাসে ২০২৩-২৪ সালের আটকে থাকা ওয়ার্ক ভিসার দ্রুত নিষ্পত্তি করতে হবে।

২. স্ক্যান পাসপোর্টের ওয়ার্ক ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।

৩. ইতালির দূতাবাসে ২০২৩-২৪ সালের আটকে থাকা পাসপোর্ট ফেরত দিতে হবে।

৪. ফ্যামিলি ভিসা জটিলতা নিরসন করতে হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৪ দাবিতে ইতালির ভিসাপ্রত্যাশীদের অবস্থান

আপডেটের সময় ১২:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইবিটাইমস ডেস্ক : ইতালির দূতাবাসে ২০২৩-২৪ সালের আটকে থাকা ওয়ার্ক ভিসার দ্রুত নিষ্পত্তিসহ চার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ভিসাপ্রত্যাশী ভুক্তভোগীরা। বুধবার (২৩ জুলাই) সকালে গুলশানে অবস্থিত ইতালির দূতাবাসের সামনে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। শতাধিক ভিসাপ্রত্যাশী এতে অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বৈধ ওয়ার্ক পারমিট থাকা সত্ত্বেও ২০২৩-২৪ সালের আবেদনকারীদের ভিসা দেওয়া হচ্ছে না এবং রিজেক্টও করা হচ্ছে না। ফ্যামিলি ভিসার আবেদনকারীদেরও ভিসা দেওয়া হচ্ছে না। আমাদের দাবি, আগামী এক মাসের মধ্যে আটকে থাকা ভিসার নিষ্পত্তি করতে হবে। আমাদের প্রায় ৩ হাজার পাসপোর্ট ভিএফএস এ আটকে আছে, সেগুলো ফেরত দেওয়া হচ্ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

ভুক্তভোগী রমজান আলী বলেন, ২০২৪ সালের মে মাস থেকে পাসপোর্টের স্ক্যান কপি জমা নিয়েছে, কিন্তু মূল পাসপোর্ট জমা দেওয়ার কোনো অ্যাপয়ন্টমেন্ট অজ্ঞাত কারণে দেওয়া হচ্ছে না। ভিসা এবং অ্যাপয়ন্টমেন্ট না দেওয়ায় আমরা চরম আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভিএফএস গ্লোবাল অফিস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব জায়গায় গিয়েছি কিন্তু কোনো সমাধান মেলেনি। দূতাবাস থেকে প্রতিবার শুধু আশ্বাস দেওয়া হয়, কিন্তু তেমন কোনো অগ্রগতি নেই।

এদিকে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের বারবার বোঝানোর চেষ্টা করা হলেও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন। এ অবস্থায় দূতাবাসের সামনে পুলিশের জলকামান আনা হয়েছে।
তাদের চার দাবি

১. ইতালির দূতাবাসে ২০২৩-২৪ সালের আটকে থাকা ওয়ার্ক ভিসার দ্রুত নিষ্পত্তি করতে হবে।

২. স্ক্যান পাসপোর্টের ওয়ার্ক ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।

৩. ইতালির দূতাবাসে ২০২৩-২৪ সালের আটকে থাকা পাসপোর্ট ফেরত দিতে হবে।

৪. ফ্যামিলি ভিসা জটিলতা নিরসন করতে হবে।
ঢাকা/এসএস