ভিয়েনা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে অবতরণের পর পরই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৩ সময় দেখুন

হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ এর অ্যাক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) অবতরণের পরপরই আগুন ধরে যায়

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (২২ জুলাই ) ইন্ডিয়ান এয়ারলাইন্স এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির (NDTV) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা যখন বিমানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর নামছিলেন, তখনই এপিইউ-তে আগুন ধরা পড়ে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগুন সনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এপিইউ বন্ধ করে দেয় এবং যাত্রী ও ক্রু–রা নিরাপদে বিমানের বাইরে চলে আসেন।

এয়ারবাস এ৩২১-ধরনের দুই ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটিতে কিছু ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। বিমানটির চলাচল আপাতত স্থগিত করে রাখা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তা করে দেখা হচ্ছে। ইতোমধ্যে ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, সোমবার ভারতের সংসদে দেশটির বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলিধর মোহল জানিয়েছেন, গত ছয় মাসে এয়ার ইন্ডিয়াকে মোট নয়বার নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে পাঁচটি সরাসরি নিরাপত্তা লঙ্ঘনের জন্য দেওয়া হয়েছে। এর পরদিনই নতুন করে আগুনের ঘটনা সামনে এলো।

সোমবার সকালে কোচি-মুম্বাই রুটের একটি ফ্লাইট অবতরণকালে রানওয়ের বাইরে চলে যায়। এতে বিমানের ইঞ্জিন কাভার  এবং রানওয়ের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। এনডিটিভিতে প্রকাশিত ছবিতে স্পষ্টভাবে দেখা যায়, বিমানের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে গেছে।

এরপর একইদিন বিকেলে দিল্লি-কলকাতা ফ্লাইটটি টেক-অফের ঠিক আগ মুহূর্তে পাইলটরা জরুরিভাবে ব্রেক করে উড্ডয়ন বাতিল করেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্তে ‘প্রযুক্তিগত ত্রুটি’ সনাক্ত হওয়ায় পাইলটরা টেক-অফ বন্ধ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিল্লিতে অবতরণের পর পরই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

আপডেটের সময় ০৭:৪২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ এর অ্যাক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) অবতরণের পরপরই আগুন ধরে যায়

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (২২ জুলাই ) ইন্ডিয়ান এয়ারলাইন্স এর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির (NDTV) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা যখন বিমানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর নামছিলেন, তখনই এপিইউ-তে আগুন ধরা পড়ে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগুন সনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এপিইউ বন্ধ করে দেয় এবং যাত্রী ও ক্রু–রা নিরাপদে বিমানের বাইরে চলে আসেন।

এয়ারবাস এ৩২১-ধরনের দুই ইঞ্জিনবিশিষ্ট এই বিমানটিতে কিছু ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। বিমানটির চলাচল আপাতত স্থগিত করে রাখা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তা করে দেখা হচ্ছে। ইতোমধ্যে ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, সোমবার ভারতের সংসদে দেশটির বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলিধর মোহল জানিয়েছেন, গত ছয় মাসে এয়ার ইন্ডিয়াকে মোট নয়বার নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে পাঁচটি সরাসরি নিরাপত্তা লঙ্ঘনের জন্য দেওয়া হয়েছে। এর পরদিনই নতুন করে আগুনের ঘটনা সামনে এলো।

সোমবার সকালে কোচি-মুম্বাই রুটের একটি ফ্লাইট অবতরণকালে রানওয়ের বাইরে চলে যায়। এতে বিমানের ইঞ্জিন কাভার  এবং রানওয়ের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। এনডিটিভিতে প্রকাশিত ছবিতে স্পষ্টভাবে দেখা যায়, বিমানের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে গেছে।

এরপর একইদিন বিকেলে দিল্লি-কলকাতা ফ্লাইটটি টেক-অফের ঠিক আগ মুহূর্তে পাইলটরা জরুরিভাবে ব্রেক করে উড্ডয়ন বাতিল করেন। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্তে ‘প্রযুক্তিগত ত্রুটি’ সনাক্ত হওয়ায় পাইলটরা টেক-অফ বন্ধ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর