শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি কুদরত এলাহীর গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের ব্যবসায়ীরা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক রাহেলা জাকির।
তিনি বলেন, “টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি পদ দখল করে কুদরত এলাহী কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং ব্যাংকটির কাঠামো ও সুনাম ধ্বংস করেছেন। উন্নয়নের নামে সমবায় সুপার মার্কেট ভেঙে ফেলেন এবং দশতলা ভবন নির্মাণের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করেন। কিন্তু মার্কেট নির্মাণ না করায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ পথে বসেছে।”
তিনি আরও জানান, মার্কেট হারিয়ে অন্তত ৩০ জন ব্যবসায়ী মানবেতর জীবনযাপন শেষে মৃত্যুবরণ করেছেন বলে দাবি করেছেন তিনি। এসব দুর্নীতির ঘটনায় কুদরত এলাহীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টাঙ্গাইল জেলা কার্যালয়ে পাঁচটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
ব্যবসায়ী নেতারা অবিলম্বে কুদরত এলাহীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস