ভিয়েনা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেজদা’ নিয়ে মন্তব্য করা সেই বিএনপি নেতাকে বহিষ্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১১০ সময় দেখুন

বিএনপি নেতার পায়ে ‘সেজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি উদ্ভট বক্তব্য দেওয়ায় সেই বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন,তা বিএনপির নীতি আর্দশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

তাই ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।

এখানে উল্লেখ্য যে, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা রেজাউল করিম।

বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন ‘অবশ্যই যারা বিএনপি করেন সেজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে গত রবিবার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় তার শাস্তির দাবি করে রাতে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন তা কোনও ভাবেই মেনে নেওয়ার মতো না। তাই দলীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেজদা’ নিয়ে মন্তব্য করা সেই বিএনপি নেতাকে বহিষ্কার

আপডেটের সময় ০৯:২২:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

বিএনপি নেতার পায়ে ‘সেজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি উদ্ভট বক্তব্য দেওয়ায় সেই বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (১৪ জুলাই) দুপুরে পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন,তা বিএনপির নীতি আর্দশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

তাই ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সঙ্গে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়।

এখানে উল্লেখ্য যে, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা রেজাউল করিম।

বক্তব্যের এক পর্যায়ে তিনি দলের মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন ‘অবশ্যই যারা বিএনপি করেন সেজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে গত রবিবার দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় তার শাস্তির দাবি করে রাতে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন তা কোনও ভাবেই মেনে নেওয়ার মতো না। তাই দলীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস