ভিয়েনা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের অনুদান দিলো জামায়াত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ১০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ২০২৪ এর জুলাই বিপ্লবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২টি শহীদ পরিবারের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুদান প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ,  জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত ইসলামীর লালমোহন উপজেলা সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
মতবিনিময় সভা শেষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২ জন শহীদ পরিবারের মধ্যে নগদ দশ হাজার টাকা করে এবং আহত ৪৩ জনকে অর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে জামায়াতের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সভায় জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্য, আহতরা ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের অনুদান দিলো জামায়াত

আপডেটের সময় ০২:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ২০২৪ এর জুলাই বিপ্লবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২টি শহীদ পরিবারের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুদান প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ,  জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত ইসলামীর লালমোহন উপজেলা সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
মতবিনিময় সভা শেষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২ জন শহীদ পরিবারের মধ্যে নগদ দশ হাজার টাকা করে এবং আহত ৪৩ জনকে অর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে জামায়াতের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সভায় জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্য, আহতরা ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস