ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সারজিল। উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলায় বর্তমানে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে অপরাধ মাথা চারা দিয়ে উঠতে চেষ্টা করছে এবং এই ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।
সভায় জানানো হয় গত মাসে ঝালকাঠি জেলায় সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে।
সভায় পুলিশি কার্যক্রম, জেলা কারাগারের সার্বিক অবস্থা, মাদক দ্রব্যের অপব্যবহার ও মাদকদ্রব্য সংক্রান্ত মোবাইল কোর্ট, বাল্য বিবাহ, আনসার ভিডিপি সম্পর্কিত বিষয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিশেষ করে ইট ভাটা ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার, ভ‚য়া চিকিৎসক, ফুটপাত দখল মুক্ত করা বিষয়ক কার্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
সভায় ঢাকার মিডফোর্ড এলাকায় বহিষ্কৃত যুবদল নেতাদের প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নির্মম আদিম যুগের বর্বর হত্যার বিষয়ে নিন্দা করা হয়েছে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন বছরের পর বছর ধারাবাহিকভাবে বিচারহীনতার সংস্কৃতি আমাদের এইখানে দার করিয়ে এনেছে। আমাদের সবাইকে এরজন্য এগিয়ে আসতে হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৪টি উপজেলায় বিগত জুন মাসে ৭২টি মামলা দায়ের হয়েছে ও ৫০জনকে গ্রেফতার করা হয়েছে। জুন মাসে ৫টি ধর্ষণ, ৪টি নারী নির্যাতন, ১টি সিধেল চুরি, ২টি গবাদী পশু চুরি, গাড়ি চুরি ১টিসহ অন্যান্য চুরি ৩টি, পারিবারিক সংঘাতজনিত কারণে ৩৮টি মারামারির ঘটনায় মামলা, সড়ক দুর্ঘটনায় ৩টি, অগ্নিসংযোগ ১টি, অন্যান্য ঘটনায় ৫টি মামলা ও মাদক আইনে ১১টিসহ মোট ৭২টি মামলা দায়ের হয়েছে। এরপূবে মে মাসে মামলা দায়েরকৃত মামলার সংখ্যা ছিল ৭২টি ও গ্রেফতারের সংখ্যা ছিল ৬৪জন।
বাধন রায়/ইবিটাইমস/এম আর