ভিয়েনা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ – নাহিদ ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ১৮ সময় দেখুন

নিজস্ব সংবাদদাতাঃ ঝালকাঠিতে নতুন রাজনৈতিক দল এনসিপির পথসভা। তবে পদযাত্রার রুটম্যাপ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধার মূখে রুট পরিবর্তিত হওয়ায় এলোমেলো কর্মসূচি পালিত হয়েছে। বিভ্রান্ত হয়েছে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

একপর্যায়ে প্রোগ্রাম সংক্ষিপ্ত করে তারা গাড়ি বহর নিয়ে শহর ত্যাগ করে। বিকেল সাড়ে ৫ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে এনসিপির আহŸায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শুরু করলে কামারপট্টির মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধায় পদযাত্রাটি রুট পরিবর্তন করে কাপড়িয়া পট্টিতে প্রবেশ করে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আহŸায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আমরা আবারও জীবন দেবো। নাহিদ ইসলাম আরো বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ও মশিউর রহমান, মাহামুদা মিতু, যুগ্ম সহ-সগঠক আরিফুর রহমানসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ – নাহিদ ইসলাম

আপডেটের সময় ১০:১৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ ঝালকাঠিতে নতুন রাজনৈতিক দল এনসিপির পথসভা। তবে পদযাত্রার রুটম্যাপ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধার মূখে রুট পরিবর্তিত হওয়ায় এলোমেলো কর্মসূচি পালিত হয়েছে। বিভ্রান্ত হয়েছে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

একপর্যায়ে প্রোগ্রাম সংক্ষিপ্ত করে তারা গাড়ি বহর নিয়ে শহর ত্যাগ করে। বিকেল সাড়ে ৫ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে এনসিপির আহŸায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শুরু হয় পদযাত্রা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শুরু করলে কামারপট্টির মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধায় পদযাত্রাটি রুট পরিবর্তন করে কাপড়িয়া পট্টিতে প্রবেশ করে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আহŸায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদীতন্ত্র কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আমরা আবারও জীবন দেবো। নাহিদ ইসলাম আরো বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ও মশিউর রহমান, মাহামুদা মিতু, যুগ্ম সহ-সগঠক আরিফুর রহমানসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস/এম আর