১৯৫৪ সালের পর অর্থাৎ ৭১ বছর পর এবছর আবার জুলাই মাসে অস্ট্রিয়ার পাহাড়ে ব্যাপক তুষারপাত হচ্ছে। আজ রাতে ভিয়েনার তাপমাত্রা +১০ থেকে +১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে
ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১০ জুলাই) অস্ট্রিয়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তনের কথা জানিয়েছে অস্ট্রিয়ার আবহাওয়ার সিভিয়ার সেন্টার।
অস্ট্রিয়ার জাতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী গত দুইদিন যাবত পশ্চিমের রাজ্য Tirol এবং দক্ষিণের রাজ্য Kärnten এর আলপেন পর্বতে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জানিয়েছে। সর্বশেষ অস্ট্রিয়ার আলপেন পর্বতমালায় জুলাই মাসে ব্যাপক তুষারপাত হয়েছিল ১৯৫৪ সালে। অর্থাৎ ৭১ বছর আবার জুলাই মাসে তুষারপাতের কবলে অস্ট্রিয়া।
অস্ট্রিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ক্রোনেন ছাইতুং’ (Kronen Zeitung) তাদের এক প্রতিবেদনে জানায়, জুলাই মাসে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উপরে অস্ট্রিয়ার দক্ষিণ ও পশ্চিম আলপেন পর্বতে ব্যাপক তুষারপাত হচ্ছে। ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাস গ্রীষ্মকাল হলেও সেখানে হিমশীতল ঠাণ্ডা আবহাওয়া নেমে এসেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,দুইদিন যাবত প্রায় ২০ সেন্টিমিটার করে নতুন তুষারপাত হচ্ছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়,আকস্মিক এই তুষারপাতে অনেক পর্যটক বিপদে পড়েছেন। Tirol রাজ্যের পিটজটাল উপত্যকার একজন ১৯ বছর বয়সী জার্মানি পর্যটক যুবক সম্ভবত বুঝতে পারেননি। ১৯ বছর বয়সী এই যুবক শর্টস পরে ওয়াইল্ডগ্রাটের চূড়ায় উঠেছিলেন। তারপর সে আর নীচে নামার সাহস করেননি। তিনি জরুরি পরিষেবায় উদ্ধারের জন্য অনুরোধ করেন। তাকে উদ্ধারের জন্য একটি পুলিশ হেলিকপ্টার এবং পাহাড়ি উদ্ধারকারীদের পাঠাতে হয়েছিল!
এছাড়াও গত দুইদিনে আরও দুইটি অভিযান পরিচালিত হয়েছিল এবং সবচেয়ে প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়েছিল। বর্তমানে উপদ্রুত আলপেন পর্বতে তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি (-5’C)।
এদিকে আজ রাজধানী ভিয়েনায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। দিনের তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস হলেও রাতের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস