টেক্সাসে বন্যায় এখনও নিখোঁজ ১৭০ জন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের কের কাউন্টিতে প্রাণঘাতী আকস্মিক বন্যার চার দিন পরেও ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ধীরে ধীরে বেঁচে থাকা মানুষদের খুঁজে পাওয়ার আশাও কমছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন ৫ জন ক্যাম্পার এবং ক্যাম্প মিস্টিকের একজন কাউন্সেলর। মেয়েদের এই সামার ক্যাম্পটি গুয়াডালুপ নদীর তীরে অবস্থিত ছিল।

মার্কিন গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে ১১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯০ জনের বেশি কেরভিল অঞ্চলের বাসিন্দা।

টেক্সাসের পাশাপাশি প্রতিবেশী রাজ্য নিউ মেক্সিকোতেও মঙ্গলবার আকস্মিক বন্যা দেখা দেয়, যাতে অন্তত তিনজন প্রাণ হারান।

স্থানীয় কর্মকর্তাদের মতে, সেখানে ৩.৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়ে রুডিওসো গ্রাম প্লাবিত হয়েছিল, তবে এখন পানি সরে গেছে।

টেক্সাসে উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের খুঁজে বের করতে দিনরাত কাজ করছে। গভর্নর অ্যাবট বলেছেন, ‘প্রত্যেক নিখোঁজ ব্যক্তির খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা থামব না।’

তিনি আরও সতর্ক করেছেন যে, আগামী দিনগুলোতে নিখোঁজের তালিকা আরও দীর্ঘ হতে পারে এবং যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের রিপোর্ট করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

টেক্সাস ন্যাশনাল গার্ডের জেনারেল থমাস সুয়েলজার জানান, উদ্ধার কাজে ‘চিনুক ও ব্ল্যাক হক হেলিকপ্টার’ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ১৩টি ব্ল্যাক হক হেলিকপ্টার (আর্কানসাস থেকে আনা ৪টিসহ) এবং ড্রোনও ব্যবহার করা হচ্ছে।

এছাড়াও, বর্ডার প্যাট্রোল, এফবিআই এবং বিভিন্ন সংস্থার কর্মীরা একসাথে কাজ করছেন। শুধু কেরভিল অঞ্চলেই ২৫০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
ঢাকা/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »