ইতালির মিলানে বাতাসের টানে বিমানের ইঞ্জিনের ভেতরে ঢুকে এক ব্যক্তির মৃত্যু

ইতালির উত্তরাঞ্চলীয় প্রসিদ্ধ শহর মিলানের বেরগামো বিমানবন্দরে বাতাসের টানে বিমানের ইঞ্জিনের ভেতরে ঢুকে এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে

ইউরোপ ডেস্কঃ মঙ্গলবার (৮ জুলাই) ফ্রান্স ভিত্তিক জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি তাদের এক প্রতিবেদনে এতথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়,বিমানটি উড্ডয়নের প্রস্তুতির সময় ইঞ্জিনের বাতাসের টানে ওই ব্যক্তি সেখানে ঢুকে যাওয়ায় তার প্রাণহানি ঘটে। বেরগামো বিমানবন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা স্যাকবোর ওই মুখপাত্র বলেছেন, যে ব্যক্তি মারা গেছেন তিনি বিমানের যাত্রী নন। এমনকি বিমানবন্দরের কোনও কর্মচারী নন তিনি। তিনি বলেন, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তিনি জোরপূর্বক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন।

ইতালির স্থানীয় দৈনিক পত্রিকা কুরিয়েরে ডেলা সেরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তিনি হঠাৎ করেই বিমানবন্দরে ঢুকে পড়েন এবং জরুরি বহির্গমন পথ ব্যবহার করে দৌড়ে রানওয়ের দিকে চলে যান। সেই সময় রানওয়েতে একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

এর আগে, স্পেনের বিমানসংস্থা ভোলোটিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, বেরগামো থেকে স্পেনের আস্তুরিয়াসগামী ভোলোটিয়ার একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ‌‘দুর্ঘটনার’ শিকার হয়েছে।

পোস্টে বলা হয়, দুর্ঘটনার শিকার ব্যক্তি বিমানের যাত্রী ছিলেন না এবং আমাদের প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত নন। এই ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। বিমানের ১৫৪ যাত্রী ও ছয়জন ক্রুর সবাই নিরাপদে আছেন।

ভোলোটিয়া বলেছে, আমরা এই ঘটনায় ভুক্তভোগী যাত্রী ও ক্রুদের সর্বোচ্চ সহায়তা করছি। এমনকি তাদের মানসিক সমর্থনও দেওয়া হচ্ছে। ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে বিমান কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আকাশে বিমানের অবস্থান শনাক্তকারী সাইট ফ্লাইটরাডার২৪ বলেছে, বেরগামো বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া যাত্রীবাহী বিমানটি ছিল একটি এয়ারবাস এ৩১৯। এই দুর্ঘটনার পরপরই ইতালির তৃতীয় সর্বোচ্চ যাত্রী চলাচলকারী বেরগামো বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে স্যাকবো বলেছে, দুপুরের পর থেকে বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »