ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন। গত ২৬ জুন ২০২৫ ইং তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার মো. আইউব হোসেন এর স্বাক্ষরিত চিঠিতে মো. ফরিদ উদ্দিনকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। একই সাথে মোহাম্মদ আবু তাহের ও রেজাউল করিম শাহীনকে বিদ্যোৎসাহী প্রতিনিধি করা হয়।
এদিকে লর্ডহাডিঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি হিসেবে অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অভিনন্দন জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লর্ডহাডিঞ্জ ফাজিল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ ফরিদ
