ভিয়েনা ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে : আসিফ নজরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জাপানে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে বাংলাদেশের কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা ‘জাপান সেল’ গঠন করেছি এবং একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে। কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা সহজ প্রক্রিয়া অবলম্বন করছি। পাশাপাশি, কর্মীদের দক্ষ করে তুলতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের চিন্তা করছি।

সরকারি চাকরির বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমরা যখন সরকারি অফিসে যাই, তখন শোনা যায়— গাড়ি নেই, কম্পিউটার নেই, লোকবল নেই, জায়গা নেই— আরো জনবল দরকার। অথচ দেখা যায়, যতজন কর্মী আছে, তাদের ৫০ শতাংশ কোনো কাজ করে না, বসে থাকে।

শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার জন্য ব্যাংক লোন প্রদানের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাংক ঋণ সুবিধা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

বিদেশগামী নাগরিকদের উদ্দেশে উপদেষ্টা সতর্ক করে বলেন, ‘যে কোনোভাবে বিদেশে যাওয়া ঠিক নয়। সম্মানজনকভাবে, নির্দিষ্ট চাকরির জন্য দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে। কেউ যেন নিজের বাড়ি-জমি বিক্রি করে বিদেশে গিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়ানোর মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার না হন— এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রসঙ্গে তিনি জানান, আগামী এক বছরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাপানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে : আসিফ নজরুল

আপডেটের সময় ০১:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জাপানে বিপুল সংখ্যক দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণে বাংলাদেশের কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন তিনি।

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রমবাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা ‘জাপান সেল’ গঠন করেছি এবং একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির পরিকল্পনা রয়েছে। কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা সহজ প্রক্রিয়া অবলম্বন করছি। পাশাপাশি, কর্মীদের দক্ষ করে তুলতে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের চিন্তা করছি।

সরকারি চাকরির বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমরা যখন সরকারি অফিসে যাই, তখন শোনা যায়— গাড়ি নেই, কম্পিউটার নেই, লোকবল নেই, জায়গা নেই— আরো জনবল দরকার। অথচ দেখা যায়, যতজন কর্মী আছে, তাদের ৫০ শতাংশ কোনো কাজ করে না, বসে থাকে।

শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার জন্য ব্যাংক লোন প্রদানের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাংক ঋণ সুবিধা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

বিদেশগামী নাগরিকদের উদ্দেশে উপদেষ্টা সতর্ক করে বলেন, ‘যে কোনোভাবে বিদেশে যাওয়া ঠিক নয়। সম্মানজনকভাবে, নির্দিষ্ট চাকরির জন্য দক্ষতা অর্জন করে বিদেশে যেতে হবে। কেউ যেন নিজের বাড়ি-জমি বিক্রি করে বিদেশে গিয়ে রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়ানোর মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার না হন— এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রসঙ্গে তিনি জানান, আগামী এক বছরে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস