বাবা ও মেয়ের যে চিরাচরিত মধুর সম্পর্ক তা নিজের জীবন বাজি রেখে প্রমাণ করল বাবা
আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২৯ জুন) বিকালে প্রায় ১৪ তলা উঁচু জাহাজের ৪র্থ তলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় হঠাৎ করেই পানিতে পড়ে যায় মেয়েটি।
বাবা মানেই ছায়া, আর বিপদে সেই ছায়াই রূপ নেয় ঢাল হয়ে। সম্প্রতি এক হৃদয়স্পর্শী ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, যেখানে এক বাবা নিজের কিন্যাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ১৪ তলা প্রমোদতরী থেকে উত্তাল সমুদ্রে। জীবনের ঝুঁকি নিয়ে মেয়েকে বাঁচানোর এই দৃশ্য দেখে এখন আবেগে ভাসছেন নেটিজেনরা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে, ‘ডিজনি ক্রুজ শিপ’ নামক বিলাসবহুল প্রমোদতরীতে।
বাবা তার নিজের মেয়ের প্রাণ বাঁচাতে জীবনের ঝুকি নিয়েই কোনো কিছু চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়লেন গভীর সমুদ্রে! এই নাটকীয় ঘটনার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমজুড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাবা-মেয়ে দুজনেই রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন স্মৃতি বন্দি করতে। হঠাৎ এক মুহূর্তের অসতর্কতায় ছোট্ট মেয়েটি নিচে পড়ে গেলে, এক সেকেন্ড সময় নষ্ট না করে বাবা নিজেও লাফিয়ে পড়েন উত্তাল জলে। দুজনকেই প্রায় ১০ মিনিট ধরে ভাসতে হয় সমুদ্রের স্রোতের মধ্যে। তখন জাহাজের ক্রু সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং অল্প সময়েই পৌঁছান রেসকিউ টিম।
‘ডিজনি ক্রুজ লাইনের’ নিরাপত্তা টিমের তৎপরতায় দুজনকেই নিরাপদে পানির নিচ থেকে তোলা সম্ভব হয়। জাহাজ কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বাচ্চাটির প্রাণ রক্ষা করেছে। পরবর্তীতে দুজনকে অনবোর্ড মেডিকেল ইউনিটে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, বাবা-মেয়ে দুজনই এখন সুস্থ আর তাদের বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানা যায়।
এই সাহসিক মুহূর্তের একটি মোবাইল ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকে। যা দেখে বাবার বীরত্বের প্রশংসা করছেন নেটিজেনরা। ১৪ তলা বিশিষ্ট বিলাসবহুল জাহাজের নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে যখন ছোট্ট শিশুটি পানিতে পড়ে যাচ্ছিল, তখন এক মুহূর্ত ভাবেননি বাবা ভেবেছেন শুধু মেয়েকে। এই দৃশ্য বহুদিন মানুষের মনে গেঁথে থাকবে সাহস, ভালোবাসা আর আত্মত্যাগের প্রতীক হয়ে।
কবির আহমেদ/ইবিটাইমস