ভিয়েনা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কারাগারে তাঁতশিল্প প্রশিক্ষণ কয়েদিদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ২৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্প রক্ষায় প্রথমবারের মতো স্থাপন করা হলো তাঁতযন্ত্র। পাশাপাশি শুরু হয়েছে কয়েদিদের জন্য তাঁত প্রশিক্ষণ কর্মসূচি।

শনিবার (২৮ জুন) বিকেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, মো. মোহাইমিনুল ইসলাম, টি. এম. এ. মুকিত ও লাবিবুজ্জামান মুস্তাবীন।

এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান ও প্রবেশন অফিসার মো. সৌরভ তালুকদার।

প্রবেশন অফিসের অর্থায়নে ও জেলা প্রশাসন ও জেলা কারাগারের যৌথ বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে ১০ জন কয়েদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, তবে পর্যায়ক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে কারাবন্দিদের দক্ষতা বৃদ্ধি এবং কারামুক্তির পর পুনরায় সমাজে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কারাগারে তাঁতশিল্প প্রশিক্ষণ কয়েদিদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

আপডেটের সময় ০৬:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্প রক্ষায় প্রথমবারের মতো স্থাপন করা হলো তাঁতযন্ত্র। পাশাপাশি শুরু হয়েছে কয়েদিদের জন্য তাঁত প্রশিক্ষণ কর্মসূচি।

শনিবার (২৮ জুন) বিকেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, মো. মোহাইমিনুল ইসলাম, টি. এম. এ. মুকিত ও লাবিবুজ্জামান মুস্তাবীন।

এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান ও প্রবেশন অফিসার মো. সৌরভ তালুকদার।

প্রবেশন অফিসের অর্থায়নে ও জেলা প্রশাসন ও জেলা কারাগারের যৌথ বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে ১০ জন কয়েদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, তবে পর্যায়ক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে কারাবন্দিদের দক্ষতা বৃদ্ধি এবং কারামুক্তির পর পুনরায় সমাজে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।