ভিয়েনা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার টাঙ্গাইল আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন প্রায় ৫ কোটি টাকা ব্যায়ের পানি শোধনাগার চার বছর ধরে বন্ধ রাজনীতি স্থিতিশীল থাকলে সামনে অর্থনীতি আরও ভালোভাবে চলবে : ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু আরও ১৬ দেশের পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা গণহত্যার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি তিন দফা দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান

টাঙ্গাইলে কারাগারে তাঁতশিল্প প্রশিক্ষণ কয়েদিদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৪৩ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্প রক্ষায় প্রথমবারের মতো স্থাপন করা হলো তাঁতযন্ত্র। পাশাপাশি শুরু হয়েছে কয়েদিদের জন্য তাঁত প্রশিক্ষণ কর্মসূচি।

শনিবার (২৮ জুন) বিকেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, মো. মোহাইমিনুল ইসলাম, টি. এম. এ. মুকিত ও লাবিবুজ্জামান মুস্তাবীন।

এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান ও প্রবেশন অফিসার মো. সৌরভ তালুকদার।

প্রবেশন অফিসের অর্থায়নে ও জেলা প্রশাসন ও জেলা কারাগারের যৌথ বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে ১০ জন কয়েদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, তবে পর্যায়ক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে কারাবন্দিদের দক্ষতা বৃদ্ধি এবং কারামুক্তির পর পুনরায় সমাজে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Tag :
জনপ্রিয়

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কারাগারে তাঁতশিল্প প্রশিক্ষণ কয়েদিদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ

আপডেটের সময় ০৬:২০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্প রক্ষায় প্রথমবারের মতো স্থাপন করা হলো তাঁতযন্ত্র। পাশাপাশি শুরু হয়েছে কয়েদিদের জন্য তাঁত প্রশিক্ষণ কর্মসূচি।

শনিবার (২৮ জুন) বিকেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, মো. মোহাইমিনুল ইসলাম, টি. এম. এ. মুকিত ও লাবিবুজ্জামান মুস্তাবীন।

এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান ও প্রবেশন অফিসার মো. সৌরভ তালুকদার।

প্রবেশন অফিসের অর্থায়নে ও জেলা প্রশাসন ও জেলা কারাগারের যৌথ বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে ১০ জন কয়েদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে, তবে পর্যায়ক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে কারাবন্দিদের দক্ষতা বৃদ্ধি এবং কারামুক্তির পর পুনরায় সমাজে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।