ভিয়েনা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির  আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পায়নি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন তারা।

শনিবার (২৮ জুন) সকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান বলেন, আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। আমরা আরও স্পেসিফিক তথ্য পেতে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা স্পষ্ট তথ্য পাওয়ার আগে এ বিষয়ে নতুন কোনো তথ্য যোগ করার মতো অবস্থায় নেই।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, পুলিশের পূর্বপরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে এই অভিযান পরিচালিত হয়, যা শুরু হয় ২৪ এপ্রিল থেকে।

গ্রেফতার ৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ ধারা অনুযায়ী মামলা হয়েছে। শাহ আলম এবং জোহর বাহরুর দায়রা আদালতে তাদের অভিযুক্ত করা হয়।

সাইফুদ্দিন জানান, গ্রেফতারদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে এখনো জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য এবং সমন্বিত অভিযানের ভিত্তিতে জানা গেছে, এই গ্রুপটি আইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে চরমপন্থার প্রচার চালাচ্ছিল।

তদন্তে আরও উঠে এসেছে, এই ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থার ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি সেল গঠন করেন। এই সেল মূলত উগ্রবাদী দীক্ষা দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ এবং নিজ দেশের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে কাজ করছিল বলে জানান সাইফুদ্দিন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেফতার

আপডেটের সময় ১১:০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির  আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পায়নি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন তারা।

শনিবার (২৮ জুন) সকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান বলেন, আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। আমরা আরও স্পেসিফিক তথ্য পেতে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা স্পষ্ট তথ্য পাওয়ার আগে এ বিষয়ে নতুন কোনো তথ্য যোগ করার মতো অবস্থায় নেই।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, পুলিশের পূর্বপরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে এই অভিযান পরিচালিত হয়, যা শুরু হয় ২৪ এপ্রিল থেকে।

গ্রেফতার ৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ ধারা অনুযায়ী মামলা হয়েছে। শাহ আলম এবং জোহর বাহরুর দায়রা আদালতে তাদের অভিযুক্ত করা হয়।

সাইফুদ্দিন জানান, গ্রেফতারদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে এখনো জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য এবং সমন্বিত অভিযানের ভিত্তিতে জানা গেছে, এই গ্রুপটি আইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে চরমপন্থার প্রচার চালাচ্ছিল।

তদন্তে আরও উঠে এসেছে, এই ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থার ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি সেল গঠন করেন। এই সেল মূলত উগ্রবাদী দীক্ষা দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ এবং নিজ দেশের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে কাজ করছিল বলে জানান সাইফুদ্দিন।
ঢাকা/ইবিটাইমস/এসএস