ভিয়েনা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২৫০০ ফিট উচ্চতা থেকে ফিরে এলো বাংলাদেশি বিমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কারণে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। আজ শুক্রবার (২৭ জুন) ঘটে যাওয়া এ ঘটনার এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 
এক বিবৃতিতে জানানো হয়, আজ ২৭ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বিমান মডেল: বোয়িং ৭৩৭-৮০০) ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়। বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

২৫০০ ফিট উচ্চতা থেকে ফিরে এলো বাংলাদেশি বিমান

আপডেটের সময় ১০:২০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

ইবিটাইমস ডেস্ক : ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কারণে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট। আজ শুক্রবার (২৭ জুন) ঘটে যাওয়া এ ঘটনার এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 
এক বিবৃতিতে জানানো হয়, আজ ২৭ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বিজি ৫৮৪ (বিমান মডেল: বোয়িং ৭৩৭-৮০০) ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।
বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই, প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে এবং বিমানবন্দরের বেএ ১৪ নম্বরে পার্ক করা হয়। বিমানটিতে মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন, বিমানে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদ ও সুস্থ রয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবতরণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রানওয়ের পুনরায় পরিদর্শন করা হয়, তবে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির চিহ্ন পাওয়া যায়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস