জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লালমোহন পৌরসভা কার্যালয়ে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক পক্ষ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী সোলাইমান জমাদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা সভাপতি এএইচএম অলিউল্লাহ। এ সময় তিনি বলেন- এই ফাউন্ডেশন শুধু একটি নাম নয় বরং এটি একটি চেতনার প্রতীক। যার মাধ্যমে ব্যবসায়ীরা সমাজের একতা, দায়িত্ববোধ ও সহযোগিতার স্বাক্ষর বহন করেন। কারণ ব্যবসায়ীরা সমাজের চালিকাশক্তি। আমরা শুধু পণ্য বা সেবাই দেই না, আমরা কর্মসংস্থানও তৈরি করি। আমরা সমাজকেও এগিয়ে নেই, দেশের অর্থনীতির চাকা সচল রাখি। এ ছাড়াও অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল হক, উপদেষ্ঠা অধ্যাপক মাওলানা মো. রুহুল আমিন, পৌরসভার উপদেষ্টা কাজী সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লালমোহনে আইবিডব্লিউএফের সাধারণ সভা অনুষ্ঠিত
