মাঝ আকাশে হঠাৎ করে সৌদিয়া এয়ারলাইন্সের এক ক্রুর মৃত্যু হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (২৬ জুন) সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ১১৯ জেদ্দা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। জেদ্দা থেকে উড্ডয়নের পর বিমানটির ক্রূর ম্যানেজার অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটের ক্রুর জন্য বিমানটি মিসরের রাজধানী কায়রোতে জরুরী অবতরণ করে। কায়রোতে নামার পর জানা যায় মোহসিন বিন সায়েদ আলজাহরানি নামে ওই ক্রূর মৃত্যু হয়েছে।
বিমানে হঠাৎ করে কারও মৃত্যু হলে জরুরী অবতরণ করে। ২০২৪ সালের অক্টোবরে তার্কিস এয়ারলাইন্সের এক পাইলটের মাঝ আকাশে মৃত্যু হয়। ওই সময় বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করে।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এতথ্য জানিয়েছে। তবে বিমানটি আবার কখন লন্ডনের উদ্দেশ্যে ছেড়েছে, সে সম্পর্কে কিছু
বলেনি।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর