ভিয়েনা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে : হাফিজ বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক ১ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভায় মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়নে পৌর কমিটির প্রশিক্ষণ ঝালকাঠিতে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমোহনে বাসচাপায় মা-ছেলেসহ নিহত-৩ লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ে সেমিনার লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন করলেন পৌর প্রশাসক ঝিনাইদহে অতর্কিত হামলার প্রতিবাদে মাননবন্ধন

বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান নেই : আহমেদ আযম খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৩৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং প্রবীণ আইনজীবী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “বিএনপিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা অনৈতিক কাজের সাথে জড়িত ব্যক্তির স্থান নেই। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনি প্রয়োজনে আইনের আওতায়ও আনা হবে।”
তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও জনবান্ধব রাজনৈতিক দল। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, সুশৃঙ্খল ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে চলেছি। যারা এই আদর্শের পরিপন্থী, তাদেরকে কোনওভাবেই দলে রাখা হবে না।”
তিনি আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় এসব কথা বলেন। নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতি করতে হলে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা এবং নিয়মনীতি কঠোরভাবে মেনে চলতে হবে। যারা ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা অনিয়মে জড়াবে, তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি প্রয়োগ করা হবে।”
সভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক নানা দিক নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় নেতারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও আদর্শবোধ আরও জোরদার হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান নেই : আহমেদ আযম খান

আপডেটের সময় ০৯:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং প্রবীণ আইনজীবী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “বিএনপিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা অনৈতিক কাজের সাথে জড়িত ব্যক্তির স্থান নেই। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে যেমন ব্যবস্থা নেওয়া হবে, তেমনি প্রয়োজনে আইনের আওতায়ও আনা হবে।”
তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও জনবান্ধব রাজনৈতিক দল। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, সুশৃঙ্খল ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে চলেছি। যারা এই আদর্শের পরিপন্থী, তাদেরকে কোনওভাবেই দলে রাখা হবে না।”
তিনি আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার একটি ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় এসব কথা বলেন। নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতি করতে হলে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা এবং নিয়মনীতি কঠোরভাবে মেনে চলতে হবে। যারা ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা অনিয়মে জড়াবে, তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি প্রয়োগ করা হবে।”
সভায় উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সাংগঠনিক নানা দিক নিয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দলীয় নেতারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা ও আদর্শবোধ আরও জোরদার হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস