সখীপুরে একসঙ্গে তিনবোনের এইচএসসি পরীক্ষা

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন আপন তিন বোন। বিষয়টি সবার নজর কেড়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় তারা অংশ নিয়েছেন উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে। সকালে সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেন।
এই তিন বোন হলেন- সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) এবং ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)।
একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসার জন্ম দিয়েছে।
জানা যায়, তিন বোনই জন্ম গ্রহণ করেছেন সৌদি আরবে। যেখানে তাদের বাবা শফিকুল ইসলাম দীর্ঘ দিন প্রবাস জীবন কাটিয়েছেন। তিন বোনের জন্ম হয় সৌদি আরবে।
বিগত ২০১০ সালে সৌদি আরবের মক্কা শহর থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে পরিবারসহ দেশে ফিরে আসেন শফিকুল ইসলাম। এরপর সুমাইয়া, সাদিয়া ও রাদিয়াকে ভর্তি করানো হয় স্কুলে। সেই থেকে একসঙ্গেই পড়ালেখা করছেন তিন বোন।
শফিকুল ইসলাম বলেন, প্রথম শ্রেণি থেকেই এ পর্যন্ত তিন বোন একসঙ্গে পড়াশোনা করছে। বিগত সব পরীক্ষায় মেয়েরা ভালো ফল করেছে। এবারও সন্তোষজনক ফলাফল লাভে তাদের প্রতি আমার ভরসা রয়েছে। তারা যেন উচ্চ শিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে, এটাই আমার চাওয়া।
এ বিষয়ে সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ জানান, তিন বোনই মেধাবী শিক্ষার্থী। তারা প্রাথমিক, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। আশা করছি, এইচএসসিতেও তারা ভালো রেজাল্ট করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »