৬ দফা দাবিতে লালমোহনে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে লালমোহন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের লালমোহন উপজেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচিতে লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন, সহসভাপতি মো. অজিউল্যাহ, স্বাস্থ্য পরিদর্শক মো. নাজিম উদ্দিন, মো. সিদ্দিক মিয়া, এইচআই ইনচার্জ রাবেয়া আক্তার রিমি, স্বাস্থ্য সহকারী ইসরাত জাহান রুপা, বিপুল কান্তি দেবনাথসহ উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীগণ।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »