ভোলায় ছাত্রদল নেত্রীর মৃত্যু নিয়ে ধুম্রজাল, বিচার চান পরিবার

মনজুর রহমান, ভোলা : ভোলায় ছাত্রদল নেত্রী সুকর্না আক্তার ইস্পিতার মৃত্যু সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  ভাইরাল হয়েছে। তবে আলোচিত এ ঘটনায় রহস্যের জট খুলেনি।   কিভাবে তাার মৃত্যু হলো বা  হত্যা করা হয়েছে তা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। নিখোঁজের চারদিন পর ছাত্রদল নেত্রী
‎সুকর্ণা আক্তার ইপ্সিতার মরদেহ উদ্ধার হয়। এরপর পরই দাবী উঠে রহস্য উদঘাটনে। 
‎এটি পরিকল্পিত  হত্যা নাকি আত্নহত্যা তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। তবে পুলিশ বলছে, ঘটনার তদন্ত করছে।
‎এদিকে ছাত্র দল নেত্রীর মৃত্যুর ঘটনায় সুষ্ট তদন্ত দাবী জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

‎জানা গেছে, ভোলা পৌর ৯ নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের বাসিন্দা মাসুদ রানার মেয়ে ও ভোলা সরকারি কলেজের প্রানীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুকর্ণা আক্তার ইপ্সিতা। দীর্ঘদিন ধরে কলেজ শাখা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। প্রাইভেট পড়িয়ে নিজের হাত খরচের টাকা যোগাড় করতেন।

‎৬ মাস আগে স্বামীর মেহেদী হাসানের সাথে ডিভোর্স হয়। বিয়ের আগে থেকেই  বাবার বাড়িতে থেকেই পড়াশুনা করতেন ইস্পিতা।
‎গত ১৭ জুন প্রাইভেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।
‎ঘটনার চারদিন পর ২১ জুন লক্ষীপুরের মেঘনা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা মেয়ের ছবি দেখে শনাক্ত করেন।


‎জানা গেছে, ১৭ জুন  ভোলা থেকে কর্নফূলী-৪ লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে গভীর রাতে হঠাৎ করেই লঞ্চের তৃতীয় তলা থেকে ঝাপ দেন তিনি। তিনি ঝাপ দিয়েছেন নাকি ফেলে দেয়া হয়েছে তা জানা যায়নি।
‎এ নেত্রী কি কারনে মানুষিক যন্ত্রনায় ভুগছিলেন তা জানেননা সহপাঠি কিংবা তা বাবা মা।
‎ইস্ফিতার বাবা  মাসুম রানা মেয়ের হত্যাকান্ড হয়ে থাকলে বিচার চেয়েছেন। 
‎একই দাবী ইস্পিতার মা ও বোনের।

‎সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চান সহপাঠির ও ছাত্র দল নেতারা।


‎এতিকে  মৃত্যুর ২ দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে আসার ঘোষনা দেন  সুকর্না।


‎ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ বলেন, ঘটনার তদন্ত চলছে।

‎এরআগে ইস্পিতার মরদেহ উদ্ধারের পর নৌ  পুলিশ বাদী হয়ে লক্ষীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »