ভিয়েনা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১১ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও আলোচিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার এবং মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙ্গে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালমা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মেহেদি হাসান সুজনের নেতৃত্বে  প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম প্রমুখ।
 মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের ওই কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

আপডেটের সময় ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও আলোচিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীদের গ্রেফতার এবং মাদক ব্যবসায়ীদের আস্তানা ভেঙ্গে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কালমা ইউনিয়নের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালমা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ মেহেদি হাসান সুজনের নেতৃত্বে  প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই এলাকার বাসু সর্দার, মোস্তফা কামাল, অলি হুজুর, আকতার, আরজু ও ইতি বেগম প্রমুখ।
 মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে। এজন্য দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের ওই কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।
ঢাকা/ইবিটাইমস/এসএস