ভিয়েনা ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৯ সময় দেখুন

শফিকুজ্জা্মান খান মোস্তফা, টাঙ্গাইল : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশে বর্তমানে মব নেই। কেউ যদি মব সৃষ্টির চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনা হবে। আর মব দমনে পুলিশ বাহিনীর কোনো ধরনের ত্রুটি বা দায়িত্বে গাফিলতি থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার (২৩ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) একাডেমি ভবন পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন এখনও অনেক দূরে, তবে পুলিশ বাহিনী আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করছে। আগামী নির্বাচনে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, তা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে। আগের তুলনায় এখন তারা অনেক ভালো কাজ করছে।”

পরিদর্শনকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

শফিকুজ্জা্মান খান মোস্তফা, টাঙ্গাইল : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশে বর্তমানে মব নেই। কেউ যদি মব সৃষ্টির চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনা হবে। আর মব দমনে পুলিশ বাহিনীর কোনো ধরনের ত্রুটি বা দায়িত্বে গাফিলতি থাকলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার (২৩ জুন) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) একাডেমি ভবন পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন এখনও অনেক দূরে, তবে পুলিশ বাহিনী আগেভাগেই প্রস্তুতি গ্রহণ করছে। আগামী নির্বাচনে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, তা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে। আগের তুলনায় এখন তারা অনেক ভালো কাজ করছে।”

পরিদর্শনকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস