জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মিছিল করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এতে অংশ নিয়েছেন লালমোহন উপজেলার নেতাকর্মীরা।
শুক্রবার (২০ জুন) বিকেলে পৌর শহরের উত্তর বাজার বিজেপির অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির লালমোহন উপজেলার সভাপতি মো. আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রউপ সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির ঢাকা মহানগর উত্তর যুগ্ম- আহবায়ক মো. মিলন ফরাজী। এসময় আরও বক্তব্য রাখেন, ছাত্র সমাজের আহবায়ক মো. হাফিজুর রহমান মুন্না, শ্রমিক পার্টির আহবায়ক ঘোষণা কবির, যুবসংহতি পার্টির সদস্য সচিব মো. মোমিনসহ আরও অনেকে।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লালমোহন উপজেলা শুধু বিজেপি নয়। সহযোগী সংগঠন আরও ৫টি সংগঠন হয়েছে। বাংলাদেশ জাতীয় যুব সংহতি বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি, মোট ছয়টি সংগঠন হয়েছে। ধর্মভিত্তিক রাজনীতির বাহিরে শুধু আমরা দুটি দলকে চিনি এটা আপনাদের মুখস্ত তৃতীয় দল হিসাবে ছিল না কোন দল। এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বাংলাদেশে তৃতীয় দল হিসাবে পরিচিত হয়েছে। আপনারা জানেন ২০১৮ সালের পরে যখন আমাদের দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিকে মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে হবে, আমরা আপনাদের দোয়ায় ঢাকাতে ৫৭টি থানা ১৫৯ টি ওয়ার্ডে বিজেপির কমিটি দিয়েছি। এমনকি আমরা বিভিন্ন উপজেলা বিভিন্ন জেলা কমিটি দিয়েছি, কারণ মানুষ নতুন রাজনীতির মুখ দেখতে চায়।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
লালমোহনে বিজেপি’র মিছিল ও আলোচনা সভা
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ১০:৪০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- ১০ সময় দেখুন
Tag :
জনপ্রিয়
Translate »