ভিয়েনা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও রিমান্ডে সালমান, নতুন মামলায় গ্রেফতার আনিসুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় তরকারী ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 
আজ বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া তাদেরকে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্তের স্বার্থে সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক খায়ের এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িতে করে তরকারী বিক্রি করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট তিনি তাতে অংশ নেন। আন্দোলন চলাকালে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় শাওনের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। 
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হককে নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ড দেওয়া হয়। এরপর তারা ঢাকার বিভিন্ন থানায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন।

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবারও রিমান্ডে সালমান, নতুন মামলায় গ্রেফতার আনিসুল

আপডেটের সময় ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ইবিটাইমস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় তরকারী ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 
আজ বৃহস্পতিবার সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া তাদেরকে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্তের স্বার্থে সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক খায়ের এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানাধীন এলাকায় ভ্যানগাড়িতে করে তরকারী বিক্রি করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ আগস্ট তিনি তাতে অংশ নেন। আন্দোলন চলাকালে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় শাওনের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। 
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সালমান এফ রহমান ও আনিসুল হককে নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৪ আগস্ট লালবাগ ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ড দেওয়া হয়। এরপর তারা ঢাকার বিভিন্ন থানায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন।