জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা প্রতিকারের লক্ষ্যে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
সোমবার (১৬ জুন) সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রোগী কল্যাণ সমিতির ফান্ড হতে হাসপাতালে ভর্তিকৃত অসহায় ও দুস্থ রোগীদের মাঝে ওষুধ ও পথ্য বিতরণ করার লক্ষ্যে ৬৯ জন রোগীর মধ্যে ২২ জন কে বাছাই করা হয়। এদের মধ্যে ১২ জনকে তাৎক্ষণিক ওষুদ ও পথ্য সরবরাহ করা হয়। রোগীগণ তাৎক্ষণিক সেবা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লালমোহন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড প্যাথলজি ডিপার্টমেন্ট বহির্বিভাগ ঘুরে দেখেন। উপস্থিত ডাক্তার ও স্টাফদের সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ এর সমস্যা, ল্যাব, দালালদের উৎপাত বন্ধ ও অসহায় দুঃস্থ রোগীদের ওষুধ কেনার আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
উপজেলা সমাজেসেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, উপজেলা রোগী কল্যাণ সমিতি হল উপজেলা পর্যায়ে গঠিত একটি জনকল্যাণমূলক সংগঠন, যা স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সহায়তা করে থাকে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা এই সমিতির প্রধান কাজ। এই সমিতি সাধারণত সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়।
উপজেলা রোগী কল্যাণ সমিতির প্রধান কাজগুলি হলো : দরিদ্র ও অসহায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান করা, হাসপাতালে আগত রোগীদের ঔষধ, রক্ত, বস্ত্র, ক্রাচ, হুইলচেয়ার ইত্যাদি প্রদানে সহায়তা করা, হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেমন – অ্যাম্বুলেন্স ভাড়া পরিশোধ করা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কাজে সহায়তা করা, রোগীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
তিনি আরো বলেন, এই সমিতি সাধারণত উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং উপজেলা সমাজসেবা অফিসার এর সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।