জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পটুয়াখালীর গলাচিপায় হামলার প্রতিবাদে ভোলার লালমোহনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গতকাল রবিবার (১৫ জুন) রাতে গণ অধিকার পরিষদ লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি লালমোহন চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লালমোহন চৌরাস্তায় এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের ভোলা জেলা সদস্য সচিব আতিকুর রহমান আবু তৈয়ব, গণধিকার পরিষদের লালমোহন উপজেলা শাখার আহবায়ক আবদুল্লাহ আল মামুন, যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক আল আমিনসহ নেতৃবৃন্দরা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যারা হামলা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
ঢাকা/ইবিটাইমস/এসএস