শিশুটির মার বিরুদ্ধে ভিয়েনা রাজ্য প্রশাসন শিশু অবহেলার গুরুতর অভিযোগ দাখিল করেছে
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৪ জুন) ভিয়েনা শহরের ২ নাম্বার ও ১ নাম্বার ডিস্ট্রিক্টের মধ্যবর্তী ডোনাও খালে (Donaukanal) এক ব্যক্তি তার নৌকা ব্যবহার করে চার বছরের একটি ছেলেকে পানি থেকে উদ্ধার করেছে।
অস্ট্রিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সংবাদ বিভাগ Zeit im Bild (ZIB) এতথ্য জানায়। ZIB জানায়, হঠাৎই পথচারীরা শিশুটিকে পানিতে নিশ্চল ভাসতে দেখে। ঠিক সে সময় একটি লোক সৌখিন নৌকা চালাচ্ছিলেন।
মানুষদের চিৎকার এবং ডাক শুনে নৌকার চালক লোকটি দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ছেলে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। ইতিমধ্যেই
টেলিফোন পেয়ে ভিয়েনা প্রশাসনের রেসকিউ টিম কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন।
শিশুটিকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে, সে হাসপাতালেই রয়েছে।
শিশুটির জার্মানি ভাষা দক্ষতার অভাবের কারণে তার বাবা-মায়ের খোঁজ করা কঠিন হয়ে পড়ে। তবে বাবা-মা রাত ৯:০০ টার দিকে তাকে নিখোঁজ হওয়ার কথা জানান, দাবি করেন যে মা ছেলেটিকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন এবং তারপর তাকে খুঁজে পাননি।
ঘটনার সময় চার বছরের শিশুটি তার তত্ত্বাবধানে থাকায় ৪২ বছর বয়সী মার নামে ভিয়েনা প্রশাসন অবহেলার অভিযোগ এনেছেন।
শিশুটি বর্তমানে ভিয়েনা রাজ্য প্রশাসনের শিশু ও যুব পরিষেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর