শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যমুনা নদীর তীর থেকে উদ্ধার করা মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত ১১টি মর্টার শেল সফলভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী উপজেলার পার্শ্ববর্তী নলিন এলাকায় যমুনা নদীতে মর্টার শেলগুলো বিস্ফোরণ ঘটানো হয়। অভিযানে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর পাড় থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো সেনাবাহিনীর ক্যাম্পে পাঠানো হয় এবং বৃহস্পতিবার সকালে বিস্ফোরণ ঘটানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত সবগুলো মর্টার শেল নিরাপদভাবে নিস্ক্রিয় করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, পাটিতাপাড়ার বাসিন্দা শাহাদত নামের এক ব্যক্তি যমুনার পাড়ে মাছ ধরতে গিয়ে মর্টার শেলগুলো দেখতে পান। হঠাৎ এসব বস্তু দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং আশপাশের লোকজনকে জানান। পরে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে শেলগুলো উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাটিতাপাড়া ও মাটিকাটা এলাকায় পাক হানাদার বাহিনীর একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়। উদ্ধার হওয়া মর্টার শেলগুলো ওই সময়ের সামরিক অস্ত্র হতে পারে। মরিচা ধরা অবস্থায় শেলগুলো নদীর পাড়ে একত্রে পড়ে ছিল, কিছু শেলের গায়ে জংও দেখা গেছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
টাঙ্গাইলে উদ্ধারকৃত মর্টার শেল যমুনা নদীতে নিস্ক্রিয় করল সেনাবাহিনী
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ১২:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- ১০ সময় দেখুন
Tag :
জনপ্রিয়
Translate »