দেশের মানুষের স্বার্থে কাজ করছেন তারেক রহমান : যুবদল সম্পাদক নয়ন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। 

পাশাপাশি রাষ্ট্রের সেবা কি করে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায় তার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তিনি যদিও হাজারো মাইল দূরে থেকেও গত ষোল বছর বিভিন্ন উপায়ে দলীয় কাজে সম্পৃক্ত ছিলেন। বিএনপির মতো বিশাল একটি দলকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন। আমরা তার নেতৃতেই ঐক্যবদ্ধ রয়েছি। 

রোববার (৮ জুন) ভোলার চরফ্যাশনের দুলারহাট, চেয়ারম্যান বাজার, দক্ষিণ আইচা, শশীভূষণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, অন্তর্বতীকালীন সরকারকে দাবী জানাচ্ছি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিবেন। বাংলাদেশের মানুষ বহু বছর পরে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে একটি ভোট উৎসবের মধ্যে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এতে বাংলাদেশের গঠনতন্ত্র পুর্ণ প্রতিষ্ঠিত হবে। এবং দেশের মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। 

তিনি বলেন, আপনারা ভোলা – ৪ ( চরফ্যাশন ও মনপুরা) প্রতিটি মানুষ আমাদের আপনজন, আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই এবং ঐক্যবদ্ধ দেখতে চাই। বিএনপি করে দলের জনপ্রিয়তা ক্ষুন্ন হয় এমন কাজ আপনি যেমন করবেন না, তেমনি আপনাদের চোখের সামনে কেউ যেন করতে না পারে। কে আমাদের কাছের, কে দূরের এটি অত্যন্ত তুচ্ছ বিষয়, যিনি মানুষের জন্য ভালো কাজ করবেন তিনিই আমাদের আপনজন। বিএনপিতে কোন অন্যায়কারীর ঠাঁই নেই। আমরা আইন নিজের হাতে তুলে নিবো না তবে প্রত্যেক অন্যায়কারীকে আমরা আইনের আওয়তায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও  চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কাশেম মিয়া,  প্রমুখ। 
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »