ভিয়েনায় পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচী

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঈদের নামাজের প্রথম ও বড় জামাত অনুষ্ঠিত হবে দানিয়ুব নদীর (Neue Donau) পাড়ের ইসলামিক সেন্টার মসজিদে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৬ জুন) অস্ট্রিয়ায় পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। এই প্রবাসীদের সিংহভাগই রাজধানী ভিয়েনায় বসবাস করেন।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের ব্যাপক প্রস্তুতি নিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনার ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। এখানে
ঈদের নামাজের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে বিপুল সংখ্যক বাংলাদেশিদে প্রবাসী সহ বিভিন্ন দেশের প্রায় ২০,০০০ মুসল্লি ঈদের নামাজ
আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

ভিয়েনা ছাড়াও অস্ট্রিয়ার বিভিন্ন শহরের মসজিদে মুসলিমরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

ভিয়েনার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচী:

ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদ

● প্রথম জামাত: সকাল ৬:৩০ মিনিট (খুতবা আরবী)
● দ্বিতীয় জামাত: সকাল ৮:০০ টায় (জার্মানি)

বায়তুল মোকারম ইসলামিক সেন্টার মসজিদ

● প্রথম জামাত: সকাল ৭:৩০ মিনিট
(ইমামতি করবেন শায়খ মাওলানা আবুল জুবায়ের)
● দ্বিতীয় জামাত: সকাল ৮:৩০ মিনিট
(ইমামতি করবেন শায়খ সুলতান আরেফিন)

বায়তুল মামুর মসজিদ, ভিয়েনা ১০

● প্রথম জামাত: সকাল ৮:০০ টায়
(ইমাম: শায়খ ড.ফারুক আল মাদানী)

● দ্বিতীয় জামাত: সকাল ৯:০০ টায়
(ইমাম: শায়খ হাফেজ জাহিদ আহমেদ)

● তৃতীয় জামাত: সকাল ১০টায়
(ইমাম শায়খ হাফেজ আব্দুর রহমান)

ভিয়েনা মুসলিম সেন্টার (ফালাহ মাসজিদ) ভিয়েনা ২০ নাম্বার ডিস্ট্রিক্ট

● প্রথম জামাত: সকাল ৭:০০ টায়
● দ্বিতীয় জামাত: সকাল ৮:০০ টায়

নূরে মদিনা মসজিদ, ভিয়েনা ২০ নাম্বার ডিস্ট্রিক্ট

● প্রথম জামাত: সকাল ৮:০০ টায়
● দ্বিতীয় জামাত: সকাল ৯:০০ টায়

Baitul Mukarram Wiener Neustadt
Wiener Straße 84
2700 Wiener Neustadt (NÖ)

এখানে পবিত্র ঈদুল আজহার নামাজের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:০০ টায়। নামাজে ইমামতি করবেন শায়খ হাফেজ লুৎফর রহমান।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »