ভিয়েনা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৩০ সময় দেখুন

ভারতে আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দিল্লিতে এক সপ্তাহেই ৯৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কোভিড ড্যাশবোর্ড অনুযায়ী, সারা দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক হাজার ৯ জন।

এই তালিকায় শীর্ষে রয়েছে কেরালা, যেখানে বর্তমানে ৪৩০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এরপরেই ২০৯ জন রোগী নিয়ে রয়েছে মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয়তে এবং তৃতীয় স্থানে দিল্লি। গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।

এদিকে, করোনার কারণে মহারাষ্ট্রে চারজন, কেরালায় দুইজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এখন পর্যন্ত কোনো সক্রিয় কোভিড কেস রিপোর্ট হয়নি।

ভারতজুড়ে বিনামূল্যে টিকাদান কার্যক্রমের পর কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু হঠাৎ করে আবার সংক্রমণের ঊর্ধ্বগতি বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেটের সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

ভারতে আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দিল্লিতে এক সপ্তাহেই ৯৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কোভিড ড্যাশবোর্ড অনুযায়ী, সারা দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক হাজার ৯ জন।

এই তালিকায় শীর্ষে রয়েছে কেরালা, যেখানে বর্তমানে ৪৩০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এরপরেই ২০৯ জন রোগী নিয়ে রয়েছে মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয়তে এবং তৃতীয় স্থানে দিল্লি। গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।

এদিকে, করোনার কারণে মহারাষ্ট্রে চারজন, কেরালায় দুইজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এখন পর্যন্ত কোনো সক্রিয় কোভিড কেস রিপোর্ট হয়নি।

ভারতজুড়ে বিনামূল্যে টিকাদান কার্যক্রমের পর কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু হঠাৎ করে আবার সংক্রমণের ঊর্ধ্বগতি বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে।

ঢাকা/ইবিটাইমস/এসএস