ভিয়েনা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা ও মোবাইল উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১১ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ, মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলেসাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ১৯ টি মোবাইল ফোন,ও দুই লক্ষ উনিশ হাজার টাকা সহ যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও ১ টি ব্যাগ উদ্ধার করা হয়৷ গ্রেপ্তাররা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সোমবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে৷ গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলো৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠাবো হবে৷

উল্লেখ্য, গত মঙ্গলবার সারারাত ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহীবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদি অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামী করে হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা ও মোবাইল উদ্ধার

আপডেটের সময় ১০:১৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ, মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানীর ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলেসাব্বির হোসেন (৩৪), আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) এবং মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ১৯ টি মোবাইল ফোন,ও দুই লক্ষ উনিশ হাজার টাকা সহ যাত্রীর কর্মস্থলের আইডি কার্ড ও ১ টি ব্যাগ উদ্ধার করা হয়৷ গ্রেপ্তাররা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সোমবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিবি ও সদর পুলিশের টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে৷ গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন সময়ে সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলো৷ তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠাবো হবে৷

উল্লেখ্য, গত মঙ্গলবার সারারাত ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহীবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদি অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামী করে হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

ঢাকা/ইবিটাইমস/এসএস