ভিয়েনা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে : হাফিজ বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক ১ ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভায় মা ও শিশু সহায়তা কর্মসুচি বাস্তবায়নে পৌর কমিটির প্রশিক্ষণ ঝালকাঠিতে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমোহনে বাসচাপায় মা-ছেলেসহ নিহত-৩ লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও কিডনি রোগ বিষয়ে সেমিনার লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন করলেন পৌর প্রশাসক ঝিনাইদহে অতর্কিত হামলার প্রতিবাদে মাননবন্ধন

সমাজসেবা কার্যালয়ের সামনে ‘হাঁটুপানি’ 

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩৮ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : সমাজসেবা কার্যালয়ের সামনে জমেছে হাঁটুপানি। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি,প্রতিবন্ধী ভাতা কিংবা বিভিন্ন অনুদান নিতে আসা নারী,বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষমদের পানির ভেতর দিয়েই অফিসে প্রবেশ করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। প্রতিবছর বর্ষা মৌসুমে এমন অবস্থার সৃষ্টি হলেও স্থায়ী কোন সমাধান হয়নি। প্রথম দেখায় ডোবা বা পুকুরের অংশ মনে হলেও এটি ঝিনাইদহের মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসের সম্মুখভাগ। সামান্য বৃষ্টিতে অফিসের সামনে হাঁটু পানি বেধে যায়। 
 সরেজমিনে দেখা গেছে,কার্যালয়ের সামনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে আছে। তা মাড়িয়ে অফিসে ঢুকছেন সেবা গ্রহীতা ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পানিতে কারও কাপড় ভিজে যেতেও দেখা গেছে। 
সেবা প্রহীতাদের অভিযোগ,বছরের এই সময় আসলেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় অফিসের সামনের অংশে। কিন্তু এতদিনেও জলাবদ্ধতা রোধে কার্যকর কোন ভূমিকা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। 
 সেবা নিতে আসা মজিবর রহমান নামের এক প্রবীণ ব্যক্তি বলেন, ‘বয়স হয়েছে,ঠিকমতো হাঁটতেই পারি না। এর মধ্যে হাঁটু পানি পেরিয়ে অফিসের ভেতরে যাওয়া খুব কষ্টকর। সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তি বাড়ছে।’
একই অভিযোগ করলেন জলি খাতুন নামের এক নারী। তিনি বলেন,’ভাতার কাগজ জমা দিতে এসেছিলাম। বৃষ্টির পর চারপাশে কাদামাটি আর পানি। শরীর ও কাপড় ভিজে গেছে।’
 উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন,’বিষয়টি আমাদেরও জানা আছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।’
 মহেশপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী খালিদ হাসান বলেন,’ড্রেনেজ সমস্যা চিহ্নিত করা হয়েছে। বাজেট বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।’
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমাজসেবা কার্যালয়ের সামনে ‘হাঁটুপানি’ 

আপডেটের সময় ০৩:৪৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

শেখ ইমন, ঝিনাইদহ : সমাজসেবা কার্যালয়ের সামনে জমেছে হাঁটুপানি। ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি,প্রতিবন্ধী ভাতা কিংবা বিভিন্ন অনুদান নিতে আসা নারী,বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষমদের পানির ভেতর দিয়েই অফিসে প্রবেশ করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। প্রতিবছর বর্ষা মৌসুমে এমন অবস্থার সৃষ্টি হলেও স্থায়ী কোন সমাধান হয়নি। প্রথম দেখায় ডোবা বা পুকুরের অংশ মনে হলেও এটি ঝিনাইদহের মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসের সম্মুখভাগ। সামান্য বৃষ্টিতে অফিসের সামনে হাঁটু পানি বেধে যায়। 
 সরেজমিনে দেখা গেছে,কার্যালয়ের সামনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে আছে। তা মাড়িয়ে অফিসে ঢুকছেন সেবা গ্রহীতা ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পানিতে কারও কাপড় ভিজে যেতেও দেখা গেছে। 
সেবা প্রহীতাদের অভিযোগ,বছরের এই সময় আসলেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় অফিসের সামনের অংশে। কিন্তু এতদিনেও জলাবদ্ধতা রোধে কার্যকর কোন ভূমিকা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। 
 সেবা নিতে আসা মজিবর রহমান নামের এক প্রবীণ ব্যক্তি বলেন, ‘বয়স হয়েছে,ঠিকমতো হাঁটতেই পারি না। এর মধ্যে হাঁটু পানি পেরিয়ে অফিসের ভেতরে যাওয়া খুব কষ্টকর। সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তি বাড়ছে।’
একই অভিযোগ করলেন জলি খাতুন নামের এক নারী। তিনি বলেন,’ভাতার কাগজ জমা দিতে এসেছিলাম। বৃষ্টির পর চারপাশে কাদামাটি আর পানি। শরীর ও কাপড় ভিজে গেছে।’
 উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন,’বিষয়টি আমাদেরও জানা আছে। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।’
 মহেশপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী খালিদ হাসান বলেন,’ড্রেনেজ সমস্যা চিহ্নিত করা হয়েছে। বাজেট বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।’
ঢাকা/ইবিটাইমস/এসএস