করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী

ইবিটাইমস ডেস্কঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানবিক করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার সম্পাদন করে রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য নিবেদিত থাকা দলগুলোকে নিবন্ধন দিয়ে নির্বাচন দিন-জনগণকে সহিংসতা থেকে মুক্তি দিন। ১৯ মে বিকেলে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মানবিক করিডর বা বন্দর লিজ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আবু বকর সিদ্দিক রতন, রুবেল আখন্দ, আফতাব মন্ডল, সাইফুল হক রহমান, অরবিন্দ দেবনাথ প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ফ্যাসিস্টকে বিদায় করে রাজপথে আবার নতুন ফ্যাসিস্টদেরকে কালো কার্ড দেখাতে হচ্ছে। ছাত্রদের সরকার খ্যাত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ প্রায় সকল উপদেষ্টাই ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে ‘মানবিক করিডর বা  বন্দর লিজ দেয়ার মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার না হয়েও এই সরকার এক প্রকার জোর করেই নিয়ে প্রমাণ করেছে তারা গণতান্ত্রিক চিন্তা থেকে সরে যাচ্ছে।

হাফিজা লাকী/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »