বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রকল্পে কর্মরত শিক্ষকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেন তারা।
এসময় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক
মো. আব্দুল্লাহ আল হাদী, মো. শাহাবুদ্দিন, মো. আসাদুর রহমান মান্না, মোঃ ফয়সাল হোসেন, মো. কামরুল ইসলাম ও মো. আব্দুল ছালেকসহ অন্যান্য শিক্ষকগণ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষকদের বকেয়া বেতনভাতাসহ “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা” কার্যক্রম ৮ম পর্যায় শীর্ষক প্রকল্প অনুমোদন ও দক্ষ ও অভিজ্ঞ জনবলকে রাজস্ব খাতভূক্ত করার দাবি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন
