ভিয়েনা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের গেটের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা হালিম মার্কেটে যুথি-বিথি ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কসপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পার্টসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের দিক নির্দেশনায় ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার উপজেলা পরিষদ গেটের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা হালিম মার্কেটে পার্টস এবং গাড়ির টায়ারের  দোকান যুথি-বিথী ট্রেনিং অ্যান্ড ওয়ার্কসপে ধোয়া দেখা দিলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এ টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে  পাচঁ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। উৎসুক জনতা ও আগুন নেভাতে আসা কর্মীদের ভিরে মহাসড়ক দখল হয়ে যায়- ভির সামলাতে স্থানীয় প্রশাসনকে হিমসিম খেতে হয়।  
স্থানীয় ফরহাদ, হাসমত, ফারদিন সহ অনেকেই জানান, বুধবার সারাদিন ওই দোকানটি বন্ধ ছিল। রাতে হঠাৎ দোকানে ধোয়া দেখতে পেয়ে তারা আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
দোকানের মালিক উপজেলার গুনদত্ত গ্রামের জিল্লুর রহমান(৫০) জানান, আগুন তার সর্বস্ব কেড়ে নিয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে না পারলেও স্থানীয়রা ধারণা করছে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ঘাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে তিনি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

আপডেটের সময় ০১:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদরের গেটের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা হালিম মার্কেটে যুথি-বিথি ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কসপে ভয়াবহ অগ্নিকাণ্ডে পার্টসের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের দিক নির্দেশনায় ঘাটাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার উপজেলা পরিষদ গেটের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা হালিম মার্কেটে পার্টস এবং গাড়ির টায়ারের  দোকান যুথি-বিথী ট্রেনিং অ্যান্ড ওয়ার্কসপে ধোয়া দেখা দিলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এ টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে  পাচঁ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। উৎসুক জনতা ও আগুন নেভাতে আসা কর্মীদের ভিরে মহাসড়ক দখল হয়ে যায়- ভির সামলাতে স্থানীয় প্রশাসনকে হিমসিম খেতে হয়।  
স্থানীয় ফরহাদ, হাসমত, ফারদিন সহ অনেকেই জানান, বুধবার সারাদিন ওই দোকানটি বন্ধ ছিল। রাতে হঠাৎ দোকানে ধোয়া দেখতে পেয়ে তারা আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
দোকানের মালিক উপজেলার গুনদত্ত গ্রামের জিল্লুর রহমান(৫০) জানান, আগুন তার সর্বস্ব কেড়ে নিয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা বলতে না পারলেও স্থানীয়রা ধারণা করছে কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ঘাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি বলে তিনি জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস