শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় শহরের টাঙ্গাইল গার্লস স্কুল মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল গার্লস স্কুলের অভিভাবক কমিটির সভাপতি অ্যাডভোকেট শামীম চৌধুরীর দয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিল।
এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কথা তুলে ধরে সমাবেশে উপস্থিতিদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
বিতরণ শেষে সমাবেশে ৩১ দফার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ ১৭ বছর অত্যচারে জুলুম নির্যাতনের শিকার বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী আগুনে পুড়ে খাঁটি হিরায় পরিণত হয়েছে।
তিনি আরো বলেন শহীদ জিয়ার আর্দশের একজন কর্মী এক মুহুর্তের জন্যও রাজপথে থেকে সরে যায়নি।
ফ্যাসিবাদী হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্ব প্রতিটি নেতাকর্মী জেল জুলুম হুলিয়া নিয়ে সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
গণসমাবেশ অনুষ্ঠানে বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন ।
ঢাকা/ইবিটাইমস/এসএস