ভিয়েনা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তজুমদ্দিনে চাঁদার জন্য প্রভাষকের মোটরসাইকেল আটকে রাখলেন অফিস সহকারী !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৬ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের বেতন থেকে চাঁদা দাবি করে এক প্রভাষকের মোটরসাইকেল আটক রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষের ভেতর হট্টগোল হলে ভুক্তভোগী প্রভাষক থানায় অভিযোগ দায়ের করেন। প্রভাষকের সঙ্গে অফিস সহকারীর এমন আচরণে ক্ষুব্দ স্থানীয় শিক্ষক সমাজ।

জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শাখা চালু করা হয়। তবে চালুর পর থেকে সেখানে তেমন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২২ সালে মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ শাখাটি মধ্যআড়ালিয়া রহমানিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক ও ওই মাদরাসার উন্মুক্ত শাখার সমন্বয়ক মাওলানা মিজানুর রহমানের নিকট ৫০ হাজার টাকায় হস্তান্তর করেন। পরে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদের দেয়া তালিকা অনুযায়ী একই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুর রাজ্জাককে সমন্বয়ক করে বোর্ডে শিক্ষকের তালিকা পাঠানো হয়।

ওই তালিকা অনুযায়ী গত কয়েকদিন আগে ২০২২ সালের বেতন আসে সমন্বয়ক মাওলানা আব্দুর রাজ্জাকের ব্যাংক অ্যাকাউন্টে। এ খবর পেয়ে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অফিস সহকারী ইউসুফ কামাল সেই টাকা থেকে লক্ষাধিক টাকা চাঁদা দাবি করেন মাওলানা মিজানুর রহমানের কাছে। মিজান চাঁদা দিতে অস্বীকার করেন।

এরপর তিনি মঙ্গলবার দুপুরে দাখিল পরীক্ষার হলে কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন শেষে ফেরার পথে অফিস সহকারী ইউসুফ কামাল তার মোটরসাইকেল আটকে রাখেন।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী প্রভাষক মাওলানা মিজানুর রহমান বলেন, চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার উন্মুক্ত শাখার সমন্বয়ক মাওলানা আব্দুর রাজ্জাক আমার শশুর। ওই শাখার অনুকূলে কয়েকদিন আগে ২০২২ সালের বেতন আসার সংবাদ পেয়ে একই মাদরাসার অফিস সহকারী ইউসুফ কামাল আমার কাছে লক্ষাধিক টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তিনি আমার মোটরসাইকেল আটকে রাখেন। পরে তার এমন ঘটনার বিচারের জন্য থানায় একটি অভিযোগ দিয়েছি।

অভিযোগের ব্যাপারে অফিস সহকারী ইউসুফ কামাল জানান, তার কাছে কোনো চাঁদা দাবি করিনি। এ ছাড়া কখনো তার মোটরসাইকেলও আটকে রাখিনি।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, মোটরসাইকেল আটকের ব্যাপারে ওই প্রভাষক আমাকে মুঠোফোনে জানিয়েছেন। তখন তাকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছি। তবে তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তজুমদ্দিনে চাঁদার জন্য প্রভাষকের মোটরসাইকেল আটকে রাখলেন অফিস সহকারী !

আপডেটের সময় ০৭:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের বেতন থেকে চাঁদা দাবি করে এক প্রভাষকের মোটরসাইকেল আটক রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষের ভেতর হট্টগোল হলে ভুক্তভোগী প্রভাষক থানায় অভিযোগ দায়ের করেন। প্রভাষকের সঙ্গে অফিস সহকারীর এমন আচরণে ক্ষুব্দ স্থানীয় শিক্ষক সমাজ।

জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি শাখা চালু করা হয়। তবে চালুর পর থেকে সেখানে তেমন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২২ সালে মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ শাখাটি মধ্যআড়ালিয়া রহমানিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক ও ওই মাদরাসার উন্মুক্ত শাখার সমন্বয়ক মাওলানা মিজানুর রহমানের নিকট ৫০ হাজার টাকায় হস্তান্তর করেন। পরে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদের দেয়া তালিকা অনুযায়ী একই মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুর রাজ্জাককে সমন্বয়ক করে বোর্ডে শিক্ষকের তালিকা পাঠানো হয়।

ওই তালিকা অনুযায়ী গত কয়েকদিন আগে ২০২২ সালের বেতন আসে সমন্বয়ক মাওলানা আব্দুর রাজ্জাকের ব্যাংক অ্যাকাউন্টে। এ খবর পেয়ে চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার অফিস সহকারী ইউসুফ কামাল সেই টাকা থেকে লক্ষাধিক টাকা চাঁদা দাবি করেন মাওলানা মিজানুর রহমানের কাছে। মিজান চাঁদা দিতে অস্বীকার করেন।

এরপর তিনি মঙ্গলবার দুপুরে দাখিল পরীক্ষার হলে কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন শেষে ফেরার পথে অফিস সহকারী ইউসুফ কামাল তার মোটরসাইকেল আটকে রাখেন।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী প্রভাষক মাওলানা মিজানুর রহমান বলেন, চাঁদপুর ইসলামিয়া কামিল মাদরাসার উন্মুক্ত শাখার সমন্বয়ক মাওলানা আব্দুর রাজ্জাক আমার শশুর। ওই শাখার অনুকূলে কয়েকদিন আগে ২০২২ সালের বেতন আসার সংবাদ পেয়ে একই মাদরাসার অফিস সহকারী ইউসুফ কামাল আমার কাছে লক্ষাধিক টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তিনি আমার মোটরসাইকেল আটকে রাখেন। পরে তার এমন ঘটনার বিচারের জন্য থানায় একটি অভিযোগ দিয়েছি।

অভিযোগের ব্যাপারে অফিস সহকারী ইউসুফ কামাল জানান, তার কাছে কোনো চাঁদা দাবি করিনি। এ ছাড়া কখনো তার মোটরসাইকেলও আটকে রাখিনি।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, মোটরসাইকেল আটকের ব্যাপারে ওই প্রভাষক আমাকে মুঠোফোনে জানিয়েছেন। তখন তাকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে বলেছি। তবে তিনি এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর