টাঙ্গাইল প্রতিধিনি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের পিছনে পিকআপের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে।
নিহতারা হলেন গাজীপুরের কালীগঞ্জের পিকআপ চালক আলামিন, সিরাজগঞ্জের শাহজাদপুর থানার নিকাইল ওরফে উজ্জল এবং সাথে থাকা নিহত আরো একজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায় , মির্জাপুরের গোড়াই মিলগেট এলাকায় লোবেট গাড়ির (বড় ট্রাক) পিছনে পিকআপের থাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত এসে মরদেহগুলো উদ্ধার করেন।
পুলিশ জানায়, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের সাথে থাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো উদ্ধার করে। এসময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান ঘটনার ব্যাপারে বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর