চাঁদাবাজদের ক্ষমতায় আসলে আমাদেরকে পুনরায় জবাই করা হবে: চরমোনাই পীর

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, “চাঁদাবাজদের যদি আবার ক্ষমতায় আনা হয়, তাহলে আমাদের পুনরায় জবাই করা হবে। দেশের জনগণ ও শিক্ষার্থীরা তা কখনো মেনে নেবে না।”

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। ‘সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন’, ‘নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রস্তাবনা প্রতিবেদন’ বাতিলসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জনসভার আয়োজন করে।

চরমোনাই পীর বলেন, “আপনারা গণঅভ্যুত্থানের ফসল। স্বাধীনতার পর এত বিপুল জনসমর্থন নিয়ে কেউ ক্ষমতায় যায়নি। অথচ এত সমর্থন পেয়েও সুন্দর ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার কারণ কী? দেশের অধিকাংশ মানুষ আপনাদের পাশে রয়েছে। অথচ নারীদের বাদ দিয়ে যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, তা পৃথিবীর কোথাও নেই।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর আজও মায়ের আর্তনাদ থামেনি। মুগ্ধের ‘পানি পানি’ আর্তচিৎকার এখনও কানে বাজে। আবু সাইদ দুই হাত ছড়িয়ে গুলি খেয়েছিল, সেই দৃশ্য ভুলিনি। অথচ এখন একদল চাঁদাবাজ, টেন্ডারবাজ, ঘাট ও স্টেশন দখলদার ফের সক্রিয় হয়েছে। লাখো মানুষ পঙ্গু হয়েছে, হাজারো প্রাণ ঝরেছে, অনেকে চোখ হারিয়েছে, সাংবাদিকরাও প্রাণ দিয়েছেন। এসব বিসর্জনের পরও যদি আবার সেই অপশক্তিকে ক্ষমতায় আনা হয়, তা হবে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। আগে প্রয়োজনীয় সংস্কার, তারপর জাতীয় নির্বাচন।”

ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-সভাপতি মনতাছির আহমাদ এবং জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »