জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের নতুন বাজার এলাকায় সমালয়ে উফশী বোরো ধানের ব্লক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধান কর্তনের উদ্বোধন করেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খামার বাড়ির উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এর আগে ধান কর্তনের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইনের সভাপতিত্বে এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক আলী আজিম শরীফ, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস, টুটুল চন্দ্র সাহা ও অসীম মজুমদারসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লালমোহনে হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন
