কাশ্মীরের হামলার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বৈরিতা নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (৫ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পাকিস্তানের আহ্বানে হওয়া এই বৈঠকে রাষ্ট্রদূতরা ভারত ও পাকিস্তান উভয়কে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, ‘ প্রায় ৯০ মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠকের উদ্দেশ্য হলো সদস্যদের ভারত ও পাকিস্তানের মধ্যে অবনতিশীল নিরাপত্তা পরিবেশ এবং ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে সক্ষম হওয়া।

মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক এবং শান্তি অভিযান বিভাগের সহকারী মহাসচিব, তিউনিসিয়ার খালেদ মোহাম্মদ খিয়ারি বলেন, ‘সংলাপ এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে।’

এদিকে, জাতিসংঘে গ্রিসের স্থায়ী প্রতিনিধি এবং মে মাসের নিরাপত্তা পরিষদের সভাপতি, ইভানজেলোস সেকেরিস, এই বৈঠকটিকে ‘কার্যকর ও সহায়ক’ বলে বর্ণনা করেছেন। বৈঠক থেকে বেরিয়ে আসা একজন রাশিয়ান কূটনীতিক বলেন, ‘আমরা উত্তেজনা কমার আশা করি।’

বৈঠকের কয়েক ঘন্টা আগে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পহেলগাম হামলার নিন্দা জানিয়েছেন, যেখানে বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই পর্যটক। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত এই নৃশংস হামলার পেছনের লোকদের খুঁজে বের করবে এবং তাদের বিচারের আওতায় আনবে।

কবির আহমেদ/ইবিটাটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »