শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়াজপুর ইউনিয়ন শাখার নিজস্ব উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা সংস্কার ও মেরামত কাজ শুরু করছেন।
শুক্রবার সকাল ৯ টায় কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল ।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি মানবিক বাংলাদেশ চায় যেখানে সকলেই ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবে। তিনি এলাকার উন্নয়নের সকলের অংশগ্রহণের আহবান জানান।
তিনি আরো বলেন, পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে সত্যিকার অর্থেই মানবিক বাংলাদেশ গড়ে তুলি। যাতে করে পারস্পরিক কোন ভেদাভেদ না থাকে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এওয়াজপুর ইউনিয়ন সভাপতি মাও. জোবায়ের হোসেন, উপজেলা যুব বিভাগের সদস্য আল আমিন শাহরিয়ার, মুসা কালিমুল্লা ও ইব্রাহিম খলিল।
এওয়াজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড সভাপতি মাও. আব্দুল হাই, এওয়াজপুর ২নং ওয়ার্ড সভাপতি মাস্টার মো. জামাল হোসেন , মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্বাস উদ্দীনসহ ৬ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন কর্মিরা এই কাজে অংশগ্রহণ করেছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস